Home নির্বাচিত খবর গ্রন্থাগারিক পদে ভুয়া নিয়োগ দেখিয়ে টাকা আত্মসাত, প্রধান শিক্ষক কারাগারে

গ্রন্থাগারিক পদে ভুয়া নিয়োগ দেখিয়ে টাকা আত্মসাত, প্রধান শিক্ষক কারাগারে

দখিনের সময় ডেস্ক:
নীলফামারী ডোমারে গ্রন্থাগারিক পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় বামুনিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে নীলফামারী জেলা দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বামুনিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলাম ২০১৪ সালে রেজাউল ইসলাম নামে একজনকে গ্রন্থাগারিক পদে নিয়োগ দেন। সে সময় তার কাছ থেকে ১২ লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন প্রধান শিক্ষক ময়বুল ইসলাম। নিয়োগপত্রটি ভুয়া বুঝতে পেরে রেজাউল ইসলাম বাদী হয়ে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। থানা পুলিশের তদন্তে ময়বুল ইসলামের বিরুদ্ধে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। গত বছরের ১৯ সেপ্টেম্বর  প্রধান শিক্ষক ময়বুল ইসলাম আদালতে হাজির হয়ে বাদীর হাতে ১লাখ টাকা দিয়ে আপস শর্তে জামিন পান। অবশিষ্ট টাকা পরিশোধ করার সময় নেন আদালতে। সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার পূর্বের জামিন নামঞ্জুর করে ময়বুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাদীর আইনজীবী সাদেকুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় টাকা পরিশোধের শর্তে আদালত তাকে জামিন দিয়েছিলেন। কিন্তু সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  উল্লেখ্য, প্রধান শিক্ষক ময়বুলের বিরুদ্ধে স্কুলের গাছ কাটা, প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ, স্কুলের ফ্যান চুরিসহ নানা অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments