Home শীর্ষ খবর কে বা কারা এসে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে: আমান

কে বা কারা এসে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে: আমান

দখিনের সময় ডেস্ক:
 `হাসপাতালে আমি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, আমাকে ওষুধ খাওয়ে ঘুমিয়ে রাখা হয়েছিল। ঘুমের মধ্যে কে বা কারা এসে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে।‘ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বেরিয়ে এ বিষয়ে কথা বলেন আহত আমানউল্লাহ আমান। তিনি বলেন, রাজপথে ফয়সালা না হওয়া পর্যন্ত, এক দফা দাবি পূরণ না হওয়ার পর্যন্ত রাজপথে আছি রাজপথে থাকব ইনশাল্লাহ।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের ঢাকা উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমানের জন্য খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে হাসপাতালে এসব খাবার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)।
আমানউল্লাহ আমান বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দল এবং দেশবাসীর কাছে আমার অতীতের গৌরব উজ্জ্বল ইতিহাস আন্দোলনের এবং বর্তমানে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত রাজপথে আমি যে ভূমিকা রেখে যাচ্ছি, তার পিঠে ছুরিকাঘাত করার জন্যই এই নাটক সাজানো হয়েছে।’
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বেরিয়ে আমানউল্লাহ আমান বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ অবস্থান কর্মসূচি ছিল। সে কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে গিয়ে গাবতলিতে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। আহত অবস্থায় আমাকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়। একপর্যায়ে আমাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপির এই নেতা  আরও বলেন, আজকে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙা পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনে আমি আছি মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা কোনো ষড়যন্ত্রে ও গুজবে কান দেবেন না। আমি জিয়াউর রহমানের সৈনিক, আমি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন সৈনিক, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার রাজপথের ফয়সালা হওয়ার  সৈনিক। জিয়াউর রহমানের রাজপথের সৈনিক হিসেবে আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments