Home রাজনীতি নুরের মাথায় জমাট বেঁধেছে রক্ত, ফেটে গেছে কানের পর্দা

নুরের মাথায় জমাট বেঁধেছে রক্ত, ফেটে গেছে কানের পর্দা

দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে গিয়ে মারধরের শিকার গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের কানের পর্দা ফেটে গেছে এবং মাথার বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে।আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ নুরের ওপর ছাত্রলীগের যারা হামলা করেছেন তাদের হাতে চাবির রিং, পিন এবং বাইকের তালা ছিল। তাদের অনেকে মাক্স পরেছিলেন। এখানেই প্রমাণিত হয় নুরুল হক নুর যেহেতু বর্তমান বাংলাদেশের একটি প্রতিবাদী মুখ, তাই তাকে হত্যার পরিকল্পনায় এই হামলা চালিয়েছিল তারা। তবে আমাদের কর্মীদের সহযোগিতায় সেই হামলা থেকে নুরকে রক্ষা করা সম্ভব হয়েছিল। এ ঘটনায় আমাদের ২৫ জন কর্মী আহত হয়েছেন।’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘আপনারা জানেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এরপর থেকে হাসপাতাল কর্তপক্ষ আমাদের বলেছে, তাদের ওপর প্রসাশনের চাপ আছে, সরকারের চাপ আছে—তারা নুরকে আর হাসপাতালে রাখতে পারবেন না। জোরপূর্বক তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। পরে আমরা তাকে পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে নিয়ে গিয়ে এমআরআই করিয়েছি।
সেখানে দেখা গেছে, নুরুল হক নুরের মাথার বিভিন্ন জাগায় রক্ত জমাট বেঁধে আছে এবং ইনফেকশন হয়েছে। তাই তার মাথা এখন ঝিমঝিম করছে, তিনি ভালো করে ঘুমাতে পারছেন না। তার কানের পর্দা ফেটে গেছে ও তার ঠোঁট থেঁতলে গেছে। তাই তিনি ভালো করে কথা বলতে পারছেন না। যেহেতু তাকে দেশের কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না, তাই তাকে গণস্বাস্থ্যে ভর্তি করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

Recent Comments