Home খেলাধূলা হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলে জিতল জাফনা

হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলে জিতল জাফনা

দখিনের সময় ডেস্ক:
১১৮ রানের সহজ টার্গেট। রান তাড়ায় রীতিমতো ঝড় তুললেন জাফনা কিংসের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও রহমানুল্লাহ গুরবাজ। আফগান ওপেনার ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৫৪ রান করে সাজঘরে ফিরলেও ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকলেন হৃদয়। তাতে ২ উইকেটে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জাফনা। অন্যদিকে চলতি লঙ্কা ক্রিমিয়ার লিগে টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেল সাকিব আল হাসানের গল টাইটান্স।
শুক্রবার পাল্লেকেল্লেতে জাফনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে গল টাইটান্স। দলের বিপদের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে হাল ধরতে পারেননি সাকিবও। ৯ বলে মাত্র ৬ রান করে দিনের সেরা বোলার দুনিথ ভেল্লালাগের শিকার হন টাইগার অলরাউন্ডার। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্টও ব্যর্থ হলেন এদিন। মাত্র ১৮ রানে থামেন তিনি। ব্যাটিং বিপর্যয়ের দিনে অধিনায়ক দাসুন শানাকার ৩০ রানে ভর করে কোনো রকমে ১০০ পেরোয় গল। শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে পৌঁছান। নির্ধারিত ওভারে ৯ উইকেটে গল করতে পারে কেবল ১১৭ রান। নিজের নির্ধারিত চার ওভারে ৪ ব্যাটারকে ফিরিয়ে গলকে এদিন মূলত দাঁড়াতে দেননি স্পিনার ভেল্লালাগে। পরে ম্যাচসেরাও হয়েছেন এই স্পিনার।
এদিকে, ব্যাট হাতে বাজে দিনে বোলিংয়ে শুরুটা ঝলমলে করেছিলেন সাকিব। নিজের প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দেন টাইগার অলরাউন্ডার। দলীয় ১৭ রানের মাথায় সাকিবের বলে কাটা পড়েন জাফনা ওপেনার আসালাঙ্কা (৫)। ধারাবাহিক ব্যাটিংয়ে প্রতিদিনই ব্যাটিংয়ে প্রমোশন হচ্ছে হৃদয়ের। আজ নামলেন ওয়ান ডাউনে। পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছক্কা হাঁকান হৃদয়। পরের বলও বাউন্ডারি ছাড়া করলেন। এরপর ১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। জাফনার দুটি উইকেটই নেন সাকিব। এছাড়া বাকিরা কেউই সাফল্য পায়নি। এ জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো জাফনা। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেমে গেছে গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত...

মাথার উপর অনেক চাপ? ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’

দখিনের সময় ডেস্ক: মাথার উপর অনেক চাপ নিয়ে আছেন? বাজারে এসেছে সেকেন্ড ব্রেন! সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না।...

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

দখিনের সময় ডেস্ক: ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী...

এবার হোয়াটসঅ্যাপে এআই, যেভাবে কাজ করবেন

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের...

Recent Comments