Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় প্রবেশ করলো ডিজিটাল নথির যুগে

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রবেশ করলো ডিজিটাল নথির যুগে

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করেছে। রবিবার(১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ইউজিসির অডিটোরিয়ামে বরিশালসহ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, সচিবসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। তিনি নিজ আইডি লগইন করে একটি পত্র জারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ ডি-নথি কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার, নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, নির্বাহী প্রকৌশলী (আইটি) আসিফ উদ্দিন খান ও সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) সোলায়মান খান ইউজিসিতে উপস্থিত ছিলেন।  ‍এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও দপ্তর প্রধানগণ।
‍উল্লেখ্য,   ডি-নথি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইলের সংরক্ষন ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা হবে। এর ফলে উপাচার্যসহ সব পর্যায়ের অনুমোদনকারী ব্যক্তিরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পেপারলেসভাবে ফাইল অনুমোদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সময় ও খরচ কমবে। কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ডিজিটাল নথি কার্যক্রমের ফলে ফাইল সংক্রান্ত জটিলতা দূর হবে এবং একই সঙ্গে প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রগুলোয় কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতীতের মতো আগামীতেও অপচেষ্টা ব্যর্থ হবে: জামায়াত আমির

দখিনের সময় ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তারা পতিত স্বৈরাচারের পক্ষে অপচেষ্টা...

সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কৃষ্ণ কাজ করছিল: নাহিদ

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশে এ...

চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর...

যেভাবে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে...

Recent Comments