Home নির্বাচিত খবর আ.লীগ নেতাদের চাপে বরখাস্ত করা হয় কলেজ শিক্ষককে

আ.লীগ নেতাদের চাপে বরখাস্ত করা হয় কলেজ শিক্ষককে

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ নেতাদের চাপে রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগ এনে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। ম্যানেজিং কমিটির কোনো সভা ছাড়াই তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলেজ সভাপতির সঙ্গে মুঠোফোনে আলাপ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে স্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খলিলুর রহমান।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খলিলুর রহমান স্বাক্ষরিত সাময়িক বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, প্রথমত শোক দিবস চলাকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসান কলেজ চত্বরে উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না। দ্বিতীয়ত শোক দিবসে ওই শিক্ষককে দেওয়া কালো ব্যাজ কলেজ ত্যাগ করার পূর্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে খুলে নিন্দার ছলে ছুড়ে ফেলেন। যা অন্যায়, নিন্দনীয় এবং রাষ্ট্রবিরোধী বটে। এই দুই কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, ওই কলেজে আমি দীর্ঘ ২২ বছর শিক্ষকতা করছি। রাজনৈতিক কোনো নেতার প্রতি আমার ভিন্নমত থাকলে এত বছরে নিশ্চয়ই তা অন্তত শিক্ষার্থীদের দ্বারা হলেও প্রকাশ্যে আসতো। বাস্তবতায় কলেজে আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। এমনকি ১৫ আগস্টের অনুষ্ঠানে সভামঞ্চ, ব্যানার সব কিছু আমি নিজ হাতে প্রস্তুত করেছি। এক পর্যায়ে আমি সভাপতির সঙ্গে মোবাইলে আলাপ করায় সভাপতি ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলেন।
অধ্যক্ষ স্বীকার করেন আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে বরখাস্তের আদেশ লেখেন তিনি। কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই শিক্ষকের ওপরে আওয়ামী লীগের নেতারা ক্ষিপ্ত ছিলেন। কোনো ইস্যু না পাওয়ায় কালো ব্যাজ খুলে রাখাকে ইস্যু করে এমন হট্টগোল শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। নেতারা কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার চেষ্টা করেন। শিক্ষকদের সম্মান রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments