Home নির্বাচিত খবর আ.লীগ নেতাদের চাপে বরখাস্ত করা হয় কলেজ শিক্ষককে

আ.লীগ নেতাদের চাপে বরখাস্ত করা হয় কলেজ শিক্ষককে

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ নেতাদের চাপে রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগ এনে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। ম্যানেজিং কমিটির কোনো সভা ছাড়াই তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলেজ সভাপতির সঙ্গে মুঠোফোনে আলাপ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে স্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খলিলুর রহমান।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খলিলুর রহমান স্বাক্ষরিত সাময়িক বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, প্রথমত শোক দিবস চলাকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসান কলেজ চত্বরে উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না। দ্বিতীয়ত শোক দিবসে ওই শিক্ষককে দেওয়া কালো ব্যাজ কলেজ ত্যাগ করার পূর্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে খুলে নিন্দার ছলে ছুড়ে ফেলেন। যা অন্যায়, নিন্দনীয় এবং রাষ্ট্রবিরোধী বটে। এই দুই কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত সহকারী অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, ওই কলেজে আমি দীর্ঘ ২২ বছর শিক্ষকতা করছি। রাজনৈতিক কোনো নেতার প্রতি আমার ভিন্নমত থাকলে এত বছরে নিশ্চয়ই তা অন্তত শিক্ষার্থীদের দ্বারা হলেও প্রকাশ্যে আসতো। বাস্তবতায় কলেজে আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। এমনকি ১৫ আগস্টের অনুষ্ঠানে সভামঞ্চ, ব্যানার সব কিছু আমি নিজ হাতে প্রস্তুত করেছি। এক পর্যায়ে আমি সভাপতির সঙ্গে মোবাইলে আলাপ করায় সভাপতি ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলেন।
অধ্যক্ষ স্বীকার করেন আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে বরখাস্তের আদেশ লেখেন তিনি। কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই শিক্ষকের ওপরে আওয়ামী লীগের নেতারা ক্ষিপ্ত ছিলেন। কোনো ইস্যু না পাওয়ায় কালো ব্যাজ খুলে রাখাকে ইস্যু করে এমন হট্টগোল শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। নেতারা কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার চেষ্টা করেন। শিক্ষকদের সম্মান রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments