Home শিক্ষা ক্যাম্পাস আলোচনা সভায় প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ববি কর্মকর্তার

আলোচনা সভায় প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ববি কর্মকর্তার

দখিনের সময় ডেস্ক:
২১ আগস্ট স্মরনে গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজকে দায়ী করে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত পরিচালক মো: হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার( ২২ আগস্ট)) বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দীন গোলাপ এবং সাধারণ সম্পাদক তানজীন হোসেন স্বাক্ষারীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ” বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ হুমায়ুন কবীর তার বক্তব্যে জাতীয় নেতা জনাব তোফায়েল আহমেদ এমপি ও আসম ফিরোজ এমপি সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ট্রেজারার মহোদয় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। জনাব মোঃ হুমায়ূন কবীরের মন্তব্যের সাথে সাথে মঞ্চে বসা উপাচার্য মহোদয় এজাতীয় বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশ দেন। জনাব মোঃ হুমায়ুন কবীর উপাচার্য মহোদয়ের নির্দেশনা মোতাবেক উক্ত মন্তব্য করা থেকে বিরত হয়ে বক্তব্য শেষ করেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সভা শেষে উক্ত বক্তব্য নিয়ে কতিপয় কর্মকর্তাদের মধ্যে বাকবিতাণ্ডা হয়েছে। কিন্তু কর্মকর্তাদের মধ্যে মারামারি ও ধাক্কাধাক্কি হয়েছে মর্মে কিছু কিছু গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে যা অদৌ সঠিক নয়। জনাব মোঃ হুমায়ূন কবীরের মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদৌ কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য যে, বিতর্কিত এই মন্তব্য নিয়ে অসন্তোষ সৃষ্টি হওয়ায় জনাব মোঃ হুমায়ুন কবীর ২১/০৮/২০২৩ তারিখ রাতেই অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তার এই বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন।”
মোঃ হুমায়ুন কবীর তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, “শোকাদ্র আগস্ট স্মরণে গতকাল ২১ আগস্ট বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে শ্রদ্বেয় নেতা জনাব তোফায়েল আহমেদ এবং আসম ফিরোজ সম্পর্কে আমার কিছু বক্তব্য অসন্তোষ তৈরী করেছে। প্রকৃতপক্ষে আবেগাপ্লুত হয়ে আমি উক্ত বক্তব্যটি দিয়েছিলাম যা একান্তই আমার নিজস্ব বক্তব্য ছিলো। উক্ত বক্তব্য চলাকালে মাননীয় উপাচার্য এবং ট্রেজারার মহোদয় মঞ্চে উপস্থিত ছিলেন। এবং উপাচার্য মহোদয় আমাকে এজাতীয় বক্তব্য প্রদানে বিরত থাকার নির্দেশ দিলে আমি সাথে সাথেই বিরত হয়ে যাই। তারপরেও যেহেতু বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রচার হচ্ছে এবং অনেকের মধ্যে এই নিয়ে অসন্তোষ ও মর্মপীড়া হতে পারে, সেহেতু আমি আমার উক্ত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিচ্ছি। আশারাখি আমার বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে এই অসন্তোষ, বিতর্ক এবং ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments