Home রাজনীতি শ্রমিকের অর্থ আত্মসাৎকারী নোবেল জয়ীর দরকার নেই: কাদের

শ্রমিকের অর্থ আত্মসাৎকারী নোবেল জয়ীর দরকার নেই: কাদের

দখিনের সময় ডেস্ক:
শ্রমিকের অর্থ আত্মসাৎকারী নোবেল জয়ীর বাংলাদেশে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নোবেল পেলেই কোনো অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেলজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন নেই।’
ড. ইউনুসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়ে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন ১৭৫ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এতে বলা হয়, ‘আমরা উদ্বিগ্ন এই কারণে যে, আমাদের মনে হচ্ছে তাকে (ড. ইউনুস) লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস।’
এরপর গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে মামলার কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বিবৃতি না দিয়ে এক্সপার্ট, আইনজীবী পাঠাক। তারা (বিবৃতিদাতা) ঘেটে দেখুক এখানে কোনো অন্যায় আছে কিনা। বা অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে কিনা। মামলা তো আমরা দেইনি। যারা বিবৃতি দিয়েছে তাদের দেশে যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি তাদের কোলে নিয়ে নাচে?
একজনের জন্য এত বিবৃতি না দিয়ে এক্সপার্ট পাঠিয়ে দলিল দেখুক।’
ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর ইউনূসকে নিয়ে ১/১১ ফিরিয়ে আনার দুঃস্বপ্ন দেখছে বিএনপি। তিনি বলেন, ‘বিএনপি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান বিএনপির নেতারা।’ একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সেদিন যারা আলামত নষ্ট করে জজ মিয়া নাটক সাজিয়েছিল, তারাই এখন বড় কথা বলে। তার অভিযোগ, স্বাধীনতার চেতনাবিরোধী শক্তিগুলোকে সহাবস্থানে নিয়ে এসেছে বিএনপি। নির্বাচন সুষ্ঠু হবে না-এমন অভিযোগ তুলে, ভোটের পরিবেশ ভণ্ডুল করতে চায় দলটি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

গরমে লাউ খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: লাউ এমন একটি সবজি যা খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমাদের দেশের সুস্বাদু সব সবজির মধ্যে লাউ একটি।...

হাড় ভালো রাখে যেসব ভিটামিন

দখিনের সময় ডেস্ক: মজবুত হাড় বজায় রাখা সুস্থতার জন্য অপরিহার্য। বেশ কিছু ভিটামিন হাড়ের গঠন, ঘনত্ব এবং শক্তিতে সহায়তা করে হাড়ের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...

Recent Comments