Home শীর্ষ খবর ‘ধর্ষণ এড়াতে হলে আপনাকে অচেতন হওয়া চলবে না'

‘ধর্ষণ এড়াতে হলে আপনাকে অচেতন হওয়া চলবে না’

দখিনের সময় ডেস্ক:
ইতালিতে ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়ায় মেলোনির সঙ্গী ও সাংবাদিক অ্যান্দ্রিয়া জিয়ামব্রুনো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘নারী মাতাল না হলে ধর্ষণের ঘটনা কমতো।’ এর পর থেকেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অংশ নেন অ্যান্দ্রিয়া। সেখানে এক প্রশ্নের জবাবে বলেন, যদি মাতাল অবস্থায়  নাচতে থাকেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন, তবে আপনার ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা বেশি। এই মন্তব্যের পরই দেশটিতে সমলোচনার ঝড় ওঠে। সবাই অভিযোগ করতে থাকেন ‘ভিক্টিম ব্লেমিং’ করেছেন অ্যান্দ্রিয়া। বিরোধী দল প্রধানমন্ত্রীর সঙ্গীকে এই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। অ্যান্দ্রিয়া বলেন, ‘মাতাল অবস্থায় যদি আপনার জ্ঞান না হারায়, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন আপনি। তখন হয়তো কোনো ‘নেকড়ে’র খপ্পরে পড়তে হবে না আপনাকে।’
সাক্ষাৎকারে আন্দ্রিয়া বলেন, ‘ধর্ষণ এড়াতে হলে আপনাকে অচেতন হওয়া চলবে না। সচেতন থাকুন।’  অনুষ্ঠানে উপস্থাপক ও আন্দ্রিয়া দুজনই একমত পোষণ করেন এবং ধর্ষকদের নেকড়ের সঙ্গে তুলনা করেন। তবে তাদের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। বিরোধী দলীয় সিনেটর সেসিলা ডিএলিয়া বলেন, ‘তারা নারীর ওপর দোষ দিচ্ছে। একা বাইরে যাবেন না, অন্ধকারে যাবেন না, উসকানিমূলক পোশাক পড়বেন না। এসব মন্তব্য মেনে নেওয়া যায় না।’তিনি আরও বলেন, ‘একটি মেয়ে বেশি মদ্যপান করলে তার মাথাব্যাথা হতে পারে। ধর্ষণ নয়।’ এই মন্তব্য থেকে অ্যান্দ্রিয়াকে সরে আসার আহ্বান জানান এই সিনেটর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments