Home শীর্ষ খবর ‘তত্ত্বাবধায়ক সরকার এলে পাঁচ বছরেও যাবে না’

‘তত্ত্বাবধায়ক সরকার এলে পাঁচ বছরেও যাবে না’

দখিনের সময় ডেস্ক:
দেশে তত্ত্বাবধায়ক সরকার এলে পাঁচ বছরেও যাবে না। এ মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া। বৃহস্পতিবার(৩১ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, গত ১৯ আগস্ট আমার বাড়িতে সংবাদ সম্মেলনে আমি বলেছি- এটা আমার রাইট, আমার অধিকার, জোটের শরিক দল হিসেবে প্রধানমন্ত্রী যদি আমাকে মনোয়ন দেন আমি মিরসরাই থেকে নির্বাচন করতে চাই। আমি ২০১৪ সালে এবং ২০১৮ সালে জোটে ছিলাম, কিন্তু ক্ষমতায় ছিলাম না। রাজনৈতিক কারণে সমর্থন দিয়েছি। এখনো সমর্থন দিয়ে যাচ্ছি। তিনি বলেন, যেখানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা দরকার, যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে ওই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দেওয়া দরকার, সেখানে ১৪ দলের শরীক দলের যে সব ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতারা আমার বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুনে আমি ব্যথিত হয়েছি। এটা তো গণতন্ত্রের ভাষা হতে পারে না।
বিএনপির উদ্দেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার এক বছরের কথা বলে এসে পাঁচ বছরেও যাবে না। তখন তো আপনারাও ক্ষমতায় আসতে পারবেন না। তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যদি নমিনেশন নিয়ে আসেন, উনার পক্ষে নির্বাচন করব। উনি পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, উনাকে শ্রদ্ধা জানাই। উনার নেতৃত্বে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে মিরসরাইতে কেউ আমাদের হারাতে পারবে না। সবার স্বপ্ন থাকে এমপি হওয়ার, কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। মন্ত্রী হয়ে দূর্নীতি করি নাই। যতটুকু পেরেছি মিরসরাইবাসীর কল্যাণের জন্য কাজ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

Recent Comments