Home আন্তর্জাতিক মার্কিন নাগরিককে গভীর গুহা থেকে উদ্ধারে চলছে বিশাল অভিযান

মার্কিন নাগরিককে গভীর গুহা থেকে উদ্ধারে চলছে বিশাল অভিযান

দখিনের সময় ডেস্ক:
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে অবস্থিত একটি গভীর গুহার ভেতর গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের গুহা অনুসন্ধানকারী মার্ক ডিকে। তাকে উদ্ধারে এখন সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান চালাচ্ছেন তুরস্কের উদ্ধারকারীরা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার তার্কিস কেভিং ফেডারেশন জানায়, প্রায় ১৫০ জন উদ্ধারকারী মার্ক ডিকের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। মোরকা নামের ওই গুহার গভীরে যাওয়ার পর ডিকের গ্যাস্ট্রোইনটেস্টাইনালে রক্তক্ষরণ শুরু হয়।
তার্কিস কেভিং ফেডারেশন জানিয়েছে, লজিস্টিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে গুহার ভেতর চালানো অভিযানগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান। মার্ক ডিকে মাটি থেকে ৩ হাজার মিটার গভীর গুহাটির ১ হাজার ১২০ মিটার যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তার সঙ্গে একটি আন্তর্জাতিক অনুসন্ধানকারী দল ছিল। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে মাটির ১ হাজার ৪০ মিটার গভীরে অবস্থিত একটি ক্যাম্প বেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে রক্ত দেওয়া হয়। উদ্ধারকারী চিকিৎসকরা এই রক্ত পাঠান। মার্ক ডিকে প্রথমে অসুস্থ হয়ে পড়েন গত রোববার। এরপর তাকে উদ্ধারে মঙ্গলবার তুরস্কের জরুরি উদ্ধারকারী সংস্থাকে নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। এই অভিযানে ক্রোয়েশিয়া এবং ইতালির উদ্ধারকারীরাও যোগ দিয়েছেন।
তার্কিস কেভিং ফেডারেশন আরও জানিয়েছে, মার্ক ডিকের অবস্থা আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে এবং আরও স্থিতিশীল হচ্ছে। তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি অন্যের সাহায্য নিয়ে হাঁটতে পারছেন। তবে কোনো স্ট্রেচার ছাড়া তাকে সেখান থেকে বের করা আনা সম্ভব নয়। মোরকা তুরস্কের তৃতীয় গভীরতম গুহা। উদ্ধারকারীরা জানিয়েছেন, মার্ক ডিকে-কে উদ্ধার করতে আরও কয়েকদিন সময় লাগবে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, গুহাটির মুখে উদ্ধারকারীরা তাঁবু ও ক্যাবল স্থাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরি

দখিনের সময় ডেস্ক: সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রতিষ্ঠানটির হেলথ ক্লাব/জিম বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

টেসলার রোবোট্যাক্সি চলবে চালক ছাড়াই!

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় আবারো বিশ্বের নজর কেড়েছে ইলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে, টেসলার সাইবার ক্যাবের নতুন একটি ভার্সন...

খুশকি দূর করার ঘরোয়া উপায় জেনে নিন

দখিনের সময় ডেস্ক: খুশকির সমস্যা চুলের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি। এই সমস্যা সাধারণত তৈলাক্ত চুল এবং নোংরা স্ক্যাল্পের কারণে হয়। নির্দিষ্ট শ্যাম্পু এবং কেমিক্যালযুক্ত...

সব বদঅভ্যাস ছাড়ছেন মালাইকা

দখিনের সময় ডেস্ক: অবসাদে ভুগছেন অর্জুন কাপূর, নিজেই স্বীকার করেছেন সে কথা। রীতিমতো মনোবিদের কাছে যেতে হচ্ছে তাকে। ভাল নেই মালাইকাও! পরিস্থিতি কঠিন। কিন্তু এই...

Recent Comments