Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ধান চুরি করায় এক ভিক্ষুককে মারধর, একজন আটক

ধান চুরি করায় এক ভিক্ষুককে মারধর, একজন আটক

দখিনের সময় ডেক্স:

ধান চুরির অপবাদ দিয়ে এক ভিক্ষুককে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে অমানুষিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। মারধরের করে পর আব্বার ওই ভিক্ষুককে চোর আখ্যা দিয়ে উল্টো থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করে।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারোগরি পূর্বহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম আবদুল বারেক (৫৫)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনহাটি গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত যুবক হলেন মো. মাসুদ মিয়া (৩৮)। তিনি বারোগরি পূর্বহাটি গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও নির্যাতনের শিকার ওই ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বারেক কয়েক বছর ধরে বোরো ধান কাটার মৌসুমে মদনের গোবিন্দশ্রী এলাকায় এসে হাওরাঞ্চলের পাড়ায় পাড়ায় ধান ভিক্ষা করেন। এ বছর তিনি গোবিন্দশ্রী গ্রামের আবদুল খালেকের ছেলে ঝুমন মিয়ার একটি পরিত্যক্ত ঘরে বসবাস করে ভিক্ষা করছিলেন। গতকাল দুপুরে বারোগরি পূর্বহাটি এলাকায় মোক্তার হোসেনের ছেলে খাইরুল মিয়া তাঁর বিরুদ্ধে খলা থেকে ধান চুরির অভিযোগ তোলেন। কিন্তু ভিক্ষুক বারেক চুরির অভিযোগ অস্বীকার করলে তাঁকে একটি বাঁশের খুঁটির সঙ্গে হাত–পা বেঁধে রাখা হয়।

খাইরুলের ছোট ভাই মাসুদ মিয়াসহ কয়েকজন এসে ওই ব্যক্তিকে মারধর করেন। শেষে মাসুদ তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালান। পরে দুই বস্তা ধান চুরির অপবাদ দিয়ে সন্ধ্যায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নেত্রকোনা পুলিশ সুপারের নজরে আসে। পরে তাঁর নির্দেশে রাত দুইটার দিকে পুলিশ মাসুদ মিয়াকে আটক করে এবং বারেককে হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার সকালে বারেককে আবার থানায় এনে পুলিশি হেফাজতে রাখা হয়।

তবে মাসুদের স্বজনদের অভিযোগব, ‘বারেক আমার দুই বস্তা ধান চুরি করেছে। তাঁকে হালকা শাসন করা হয়েছিল। পরে পুলিশে খবর দিয়ে দুই বস্তা ধানসহ তাঁকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

এ ব্যাপারে বারেকের ছেলে আজিজুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। আমি পোশাক কারখানায় কাজ করি।’ তিনি বলেন, ‘আমার আব্বা চার–পাঁচ দিন আগে মদনের গোবিন্দশ্রী একটি বাড়িতে থাকইক্কা ধান সাহায্য তুলে। অহন আমার আব্বারে তারা চুরির অপবাদ দিয়া বাইন্দা নির্যাতন করছে। আবার উল্টা মামলা করছে। আমরা মামলা করবাম কিবাং টেহাপয়সা নাই। পুলিশ মামলা নিত চাইতাছে না।’

এ ব্যাপারে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বারেক এখন সম্পূর্ণ সুস্থ। তাঁকে হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে।বারেককে মারধরের ঘটনায় মাসুদ মিয়াকে আটক করা হয়েছে। বারেকের বিরুদ্ধে মাসুদের ভাই থানায় একটি চুরির মামলা করেছেন।’

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, বারেককে নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বারেকের বিরুদ্ধে চুরির মামলা হলেও তিনি চাইলে তাঁকে যাঁরা নির্যাতন করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইসরায়েলি হামলায় হামাসের নতুন প্রধান নিহত

দখিনের সময় ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল,...

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গভীর ধোয়াশা

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি টক অফ দ্যা কান্ট্রি হয়ে আছে। বিএনপির নেতা-কর্মীদেরে ‍একটি বড় অংশ তার আগমনের অধীর অপেক্ষায়...

পুরুষেরও হতেপারে স্তন ক্যান্সার

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দখিনের সময় ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩...

Recent Comments