Home শীর্ষ খবর মাদক ব্যবসায় ভরসা দিলেন ওসি, আসামীর স্ত্রীর কাছে চাইলেন ৭ লাখ টাকা

মাদক ব্যবসায় ভরসা দিলেন ওসি, আসামীর স্ত্রীর কাছে চাইলেন ৭ লাখ টাকা

দখিনের সময় ডেস্ক:
রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম মাদক মামলায় কারাগারে থাকা আবদুল আলিম কালুর স্ত্রী সাহারা বেগমের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় তিনি বলেন, ‘সাথে আরও ২ লাখ টাকা দেন। কালকেই ডিবির ওসিকে বদলি করে দেব। তাহলে ভালোভাবে ব্যবসা করতে পারবেন।
গতকাল শনিবার(১৬ সেপ্টেম্বর) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দেন মাদক মামলায় কারাগারে থাকা আবদুল আলিম কালুর স্ত্রী সাহারা বেগম। অভিযোগের অনুলিপির সঙ্গে ৬ মিনিটি ৫৩ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ড পেনড্রাইভে সরবরাহ করেন তিনি। ওই রেকর্ডে ওসি মাহবুবুল আলমকে বলতে শোনা যায়, ‘সবার ফোন বন্ধ করে আমার সামনে রাখেন। এখানে আমাকে গাইবান্ধা থেকে মন্ত্রী (প্রতিমন্ত্রী) নিয়ে এসেছে। মন্ত্রী মানে রাষ্ট্র, আমি শুধু তারই কথা শুনব।’ অডিওতে গৃহবধূ সাহারা বেগমের ‘সুন্দর চেহারা’ নিয়েও মন্তব্য করতে শোনা যায় ওসিকে।
আপনি কি চাইছেন সবার কাছে অপমান হতে? আমার একটা ইশারায় আপনার স্বামী আটকে যাবে। বের হতে আমাকে আর আপনার টাকা লাগবে। কালকে ৫ লাখ টাকা নিয়ে আসবেন। যদি পয়সা দিতে পার, তাহলে আপাতত থানা থেকে বের করে আনব। নয়ত আবার চালান দিয়ে দেব। কিসের ডিবি আতিক? আমার হাতে ১৭ জন অফিসার। সহকারী উপপরিদর্শক (এএসআই) ১৩ জন। ডিবিতে আতিক একা। বাঘকে আমি বিড়াল করে রাখছি। আতিকের চেয়ে কি আমার জ্ঞান-গরিমা কম?’
জানা গেছে, গৃহবধূ সাহারা বেগম চারঘাট থানার চামটা গ্রামের আবদুল আলিম কালুর স্ত্রী। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কালু বেশ কিছু দিন ধরে কারাগারে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি তাকে গ্রেপ্তার করেছিলেন। কালু গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করেন। এতে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর জেরে মাদক মামলায় ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেছেন সাহারা বেগম।
ওসি মাহবুবুল আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের তথ্য জানিয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার ‘আমরা স্থানীয়’নামে তান্ডব, অফিস থেকে বের করে দেওয়া হলো মাউশির পরিচালককে

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগপন্থি অভিযোগ তুলে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীকে।...

গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আটক ৮

দখিনের সময় ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পিএন কম্পোজিট...

ডিপো ইনচার্জ নিয়োগ দিচ্ছে এসএমসি

দখিনের সময় ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্মা ডিস্ট্রিবিউশন বিভাগ অফিসার (ডিপো ইনচার্জ)পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬...

ট্রু-কলারের মতো অ্যাপ নিয়ে এল গুগল

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোনের কলার আইডি অ্যাপ্লিকেশন ট্রু-কলারের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। গুগল ‘ফোন অ্যাপে’র মাধ্যমে কলকারীর নাম ও নাম্বার জানার ফিচার...

Recent Comments