Home মতামত দৃঢ়চেতা মালিক এবং সাংবাদিকদের ঐক্য কী আছে?

দৃঢ়চেতা মালিক এবং সাংবাদিকদের ঐক্য কী আছে?

বরিশালে একটি ঘটনা এখনো কারোকারো স্মরণে আছে। বছর তিনচারেক আগে বরিশালে সাংবাদিকদের সঙ্গে এক পুলিশ কমিশনারের মতবিনিময় অনুষ্ঠানে একজন মাননীয় সম্পাদক বিনয়ের অবতার হয়ে বলেছিলেন, ‘স্যার আপনার রুমে একটি লাঠি রাখবেন, আমরা কোনো অপরাধ করলে আপনি আমাদের বিচার করবেন।’ সম্পাদকের দশাই যদি এমন হয় তাহলে আর কি কিছু বাকি থাকে! এ ব্যাপারে বরিশালের সাবেক ডিসি হাবিবুর রহমান একবার আলাপচারিতায় বলেছিলেন, ‘এ কোন প্রাচ্যের ভেনিসে আসলাম, মুরগির ব্যাপারিও দেখি পত্রিকার মালিক। আবার সম্পাদকও!’ সব মালিক অথবা সম্পাদক এমন, তা কিন্তু নয়। হয়তো গুটি কয়েক এ রকম। কিন্তু পারসেপশন ও পরিবেশ খারাপ করতে বেশি লোকের প্রয়োজন হয় না।
এই দুর্দশা কেবল বরিশালে নয়। ঢাকা বা অন্য জেলাগুলোর অবস্থাও তথৈবচ। এখন প্রশ্ন দেখা দিয়েছে, কোথায় কতজন মালিক-সম্পাদক মানসম্পন্ন? কতজন সাংবাদিক নেতা সত্যের পক্ষে দাঁড়াবার সাহস রাখেন? কোথায় নিরাপদ সাংবাদিকরা! কিন্তু এই দুর্দশা তো সাংবাদিকদের ছিল না। প্রসঙ্গক্রমে আজকের কাগজের সম্পাদক সদ্যপ্রয়াত কাজী শাহেদের কথা স্মরণ করা যেতে পারে। তিনি ছিলেন মালিক সম্পাদক। এরপরও তাঁর পত্রিকার সাংবাদিকের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে পেরেছিলেন। তাও আবার মোহাম্মদ নাসিমের মতো মাথা গরম স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে। যিনি মাটির নিচ থেকে সন্ত্রাসী ধরার হুঙ্কার দেওয়ার জন্য বিশেষভাবে খ্যাত। একসময়ে একটি দৈনিকে আমার কলিগ ও ঘনিষ্ঠজন দৈনিক আমাদের সময়-এ এখন চিফ রিপোর্টার শাজাহান আকন্দ শুভর একটি স্মৃতিচারণামূলক লেখা প্রকাশিত হয়েছে তাঁর পত্রিকায়, ৩১ আগস্ট। এ লেখা থেকে জানা গেছে, ২০০০ সালে দৈনিক আজকের কাগজে লিড নিউজের শিরোনাম ছিল ‘পুলিশে দুই বান্ধবীর ৪ কোটি টাকার মিশন’। দুই বান্ধবী পুলিশের নিয়োগ, পদোন্নতি ও বদলি পেছন থেকে নিয়ন্ত্রণ করতেন। ওই নিউজ প্রকাশের পর হইচই পড়ে যায়। এদিকে তেলে-বেগুনে জ্বলে ওঠেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী। তখন তিনি ছিলেন লন্ডন সফরে। দৈনিক আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদকে ফোন করে বলেন, ‘কে এই রিপোর্টার, কী তার পরিচয়? ওই কুত্তার বাচ্চাকে আমি দেখে নেব।’ মন্ত্রীর এই হুমকিতে সম্পাদক কাজী শাহেদ আহমেদ মোটেই টলেননি। বরং আরও শক্ত হলেন, সরাসরি অবস্থান নিলেন রিপোর্টার আমিনুর রহমান তাজের পক্ষে। মন্ত্রীর হুমকির তীব্র প্রতিবাদ করলেন লেখনীর মাধ্যমে।
দৈনিক আজকের কাগজের প্রথম পৃষ্ঠায় তিন কলামে কাজী শাহেদ আহমেদ একটি বিশেষ লেখা প্রকাশ করেন। লেখাটির শিরোনাম ছিল ‘লন্ডন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন, ওই কুত্তার বাচ্চাকে আমি দেখে নেব’। এই লেখায় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনার আরও ক্ষেপে গেলেন। তৎকালীন এসি (পিআর) মোর্শেদের (বিসিএস-১৫ ব্যাচ) মাধ্যমে ডিবি অফিসে ডেকে নিয়ে আমিনুর রহমান তাজকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদী হয়ে উঠলেন। প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা হয়। এদিকে খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে পাঠান। এরপর ঘটনা খুবই সংক্ষিপ্ত! ওই দিন দুপুরে এজলাসে তোলার পরই বিচারক সাংবাদিক তাজকে জামিনে মুক্তি দেন। ফুলের মালা গলায় দিয়ে আদালত থেকে সরাসরি আমিনুর রহমান তাজকে নেওয়া হয় প্রেস ক্লাবে।
কাজী শাহেদ আহমেদের প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে আরেক সাংবাদিক আনিস আলমগীর ২৯ আগস্ট বাংলা ট্রিবিউনে ‘দেশের শেষ সাহসী সম্পাদকের বিদায়’ শিরোনামে লিখেছেন, “বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে এমন সাহসী সম্পাদকের জন্ম কবে দেখেছেন আপনি আর আমি! বলা বাহুল্য, উল্লিখিত বিষয়টি সম্ভব হয়েছিল দৈনিক আজকের কাগজের মালিক-সম্পাদক কাজী শাহেদের দৃঢ়তা এবং সাংবাদিকদের ইস্পাতসম কঠোর ঐক্যের কারণে। কিন্তু সেই দৃঢ়চেতা মালিক এবং সাংবাদিকদের ঐক্য কী আছে? নেই। ফলে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কেন, কিছুদিন পর হয়তো সহযোগী সুইপাররাও সাংবাদিকদের পেটাবে!
লেখক : জ্যেষ্ঠ সাংবাদিক
# বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত, ১৮ সেপ্টেম্বর ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments