Home শীর্ষ খবর আওয়ামী লীগের ২০০ প্রার্থী চূড়ান্ত, অক্টোবরের প্রথম সপ্তাহে ঘোষণা

আওয়ামী লীগের ২০০ প্রার্থী চূড়ান্ত, অক্টোবরের প্রথম সপ্তাহে ঘোষণা

দখিনের সময় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত। নির্বাচন নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো তোড়জোড় না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে অক্টোবর মাসে ৩০০টি আসনের মধ্যে ২০০টির প্রার্থী চূড়ান্ত করবে দলটি। অক্টোবরের প্রথম সপ্তাহে একটি দেব প্রার্থীদের তালিকা, আরেকটি দেব শেষের দিকে; তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে।
উল্লেখ্য, ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন দলীয় মনোনয়ন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্যাহর বক্তব্য হচ্ছে, ‘আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন সেটি নিয়ে আমরা কাজ করছি। ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের একজন ত্যাগী কর্মীর বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিলে আমরা কি নাচব? ত্যাগী হলে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও তিনি মনোনয়ন পাবেন।’
সূত্রমতে, অক্টোবরের প্রথম সপ্তাহে ১০০টি আসন এবং শেষ সপ্তাহে আরও ১০০টি আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। তবে, এখনই লিখিত কোনো কাগজ পাবেন না প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থীদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হবে। তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। উল্রেখ্য, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে, এখনও ভোটগ্রহণের দিন-তারিখ ঠিক হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকায় অবস্থান গ্রহণ করছেন। অনেকে নিজের প্রার্থিতা জানান দিয়ে অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। আয়োজন করছেন নানা অনুষ্ঠান, অংশগ্রহণ করছেন বিভিন্ন কর্মসূচিতে। সম্ভাব্য প্রার্থীদের চায়ের দোকান থেকে শুরু করে মসজিদের খুতবায়ও বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। এ ছাড়া, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে এলাকায় প্রচার করছেন তারা।
বিগত সময়ে বর্তমান সংসদ সদস্যরা নির্বাচনী মাঠে না থাকলেও এখন নিজ এলাকায় বেশি বেশি অবস্থান করছেন। নিজ দলের নেতাকর্মীদের সময় দিচ্ছেন। চালাচ্ছেন সাংগঠনিক তৎপরতা। জনসেবায় ব্যতিব্যস্ত তারা। তবে, নিজ দলের বা স্বতন্ত্র প্রার্থীদের মাঠ ছাড়াতেও অনেক এমপি কলকাঠি নাড়ছেন বলে দলের হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ করেছেন অনেক মনোনয়নপ্রত্যাশী। সম্ভাব্য প্রার্থীদের চায়ের দোকান থেকে শুরু করে মসজিদের খুতবায়ও বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। এ ছাড়া, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে এলাকায় প্রচার করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments