Home শীর্ষ খবর ফের উত্তপ্ত ভারতের মণিপুর, কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

ফের উত্তপ্ত ভারতের মণিপুর, কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

দখিনের সময় ডেস্ক:
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি দুই শিক্ষার্থীর অপহরণ ও নিহতের জেরে ফের সংঘর্ষ শুরু হওয়ায় রাজধানী ইম্ফলসহ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার মণিপুর রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এল. কাইলুন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘রাজধানী ইম্ফলসহ কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।’
এছাড়া সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে গত ৫ দিন ধরে রাজ্যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে।  জনজাতি অধ্যুষিত রাজ্য মণিপুরে গত মে মাস থেকে সংঘাত শুরু হয়েছে মেইতি, কুকি ও চিন জাতিগোষ্ঠীর মতো। মেইতিরা হিন্দু ধর্মাবলম্বী, অন্যদিকে কুকি-চিন জাতিগোষ্ঠীর লোকজন খ্রিস্টান।
গত বৃহস্পতিবার রাজধানী ইম্ফলে দুই কলেজ শিক্ষার্থী অপহৃত হন, পরে শনিবার তাদের লাশ উদ্ধারের পর বিক্ষোভ শুরু করেন রাজ্যের মেইতি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। নিহত দুই শিক্ষার্থী মেইতি জনগোষ্ঠীর ছিলেন। অল্প সময়ের মধ্যেই এই বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয় এবং রাজধানীসহ গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরুর দিনই রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সরকার। তবে তাতে দাঙ্গা থামানো যায়নি। বুধবার তা রীতিমতো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যায় এবং রাজ্যজুড়ে দুই জনগোষ্ঠীর ৮০ জনেরও বেশি আহত হন। তারপর আজ বৃহস্পতিবার এই কারফিউ ঘোষণা করা হলো।
গত ৫ দিনের দাঙ্গায় রাজ্যে ক্ষমতাসীন বিজেটির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং দু’টি পুলিশ স্টেশনে পেট্রোলবোমা হামলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত গত ৩ মে ইম্ফল হাইকোর্ট মণিপুরের সংখ্যাগুরু মেইতিদের সাংবিধানিকভাবে তফসিলি জাতি মর্যাদা দিতে কেন্দ্রীয় সরকার বরাবর সুপারিশ করেছিলেন। মণিপুরের মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ মেইতি জনগোষ্ঠীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৭ জুন কোরবানির ঈদ, দুদিন ম্যানেজ করা গেলে ছুটি মিলবে ৯দিন

দখিনের সময় ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

এই গরমে স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে যা করবেন

দখিনের সময় ডেস্ক: আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো...

গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা

দখিনের সময় ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের ভরসার কথা মাথায় রেখে প্রসিদ্ধ টেক কোম্পানি অ্যাপল নানাবিধ পরিষেবা দিয়ে থাকে। আর এতে তাদের জনপ্রিয়তা এবং ব্যবসায়িক লাভ দুইই...

Recent Comments