Home শিক্ষা ক্যাম্পাস ভিন্নধর্মী আয়োজনে ববির শেরে বাংলা হলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ভিন্নধর্মী আয়োজনে ববির শেরে বাংলা হলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হল কর্তৃপক্ষের উদ্যোগে নানাবিধ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, ত্যাগ ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট আবু জাফর মিয়া।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করে হল কর্তৃপক্ষ। হলটির টিভি রুমে অস্থায়ী মঞ্চে এ আয়োজন সম্পন্ন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে দিনটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এরপর হল প্রাঙ্গণে ৭৭ টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন হল প্রভোস্ট সহ আগত অতিথিরা। দুপুরে (বাদ জোহর) হলের প্রার্থনা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোআর ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উবারে যাত্রীরা কোন জিনিস ভুলে বেশি রেখে যান

দখিনের সময় ডেস্ক: উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের ৮ম সংস্করণ প্রকাশ করা হয়েছে। উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো গাড়িতে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের...

ব্যথা দূর করবে এই ৩ মসলা

দখিনের সময় ডেস্ক: দাঁতে ব্যথা, পিঠে ব্যথা বা শরীরে কোনো ধরনের ব্যথা হলে আপনি প্রথমে কী করবেন? এক্ষেত্রে আমরা বেশিরভাগই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলি, তাই...

তরমুজ বেশি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: গরমের তীব্রতায় সবাই কেমন ঝিমিয়ে পড়েছে যেন! এই প্রচণ্ড তাপ থেকে বাঁচতে প্রাণ ঠান্ডা করে এমন সব খাবারের দিকে ঝুঁকছে সবাই। গ্রীষ্মের...

ঘরোয়া উপায়ে মশা তাড়ান

দখিনের সময় ডেস্ক: মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে মশা থেকে নিজেকে রক্ষা করা খুবই জরুরি। মশা...

Recent Comments