Home শীর্ষ খবর আক্কেলপুর ইউএনও’র বিয়ে কেলেংকারী

আক্কেলপুর ইউএনও’র বিয়ে কেলেংকারী

দখিনের সময় ডেস্ক:
স্ত্রী কাণ্ডে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
গত বুধবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিকুল ইসলামের কার্যালয়ে অবস্থান নেন জিনাত আরা খাতুন নামের এক শিক্ষিকা। তিনি দিনাজপুর কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। জিনাত আরা খাতুন বলেন, দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব ছিলেন আরিফুল ইসলাম। তখন আমি একটি জমি খারিজ করতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রংপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে আমাদের বিয়ে হয়। চলতি মাসের ২৪ সেপ্টেম্বর আরিফুল ইসলাম আমাকে এক তরফা তালাক দেয়, সেটি আমি জানতাম না। আমি যোগাযোগ করার চেষ্টা করলে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি বাধ্য হয়ে আক্কেলপুর আরিফুলের বাসভবনে আসি। সেখানে আমাকে নানাভাবে অপদস্থ, হেনেস্থা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আমি রাস্তায় অনশন শুরু করি। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অনেকেই আমাকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, জিনাত আরাকে তালাক দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। এটি একটি পারিবারিক বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

Recent Comments