Home জাতীয় জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু ৪ অক্টোবর

জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু ৪ অক্টোবর

দখিনের সময় ডেস্ক:

রাজধানীসহ ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে। রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সূত্রে এ তথ্য জানানো গেছে।

অধিদপ্তর বলছে, এই মাস (অক্টোবর) থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ শুরু হতে যাচ্ছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রমের শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।
প্রসঙ্গত, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা, যা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম- ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে। এর আগে গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্কুল থেকে কিশোরীদের তথ্য নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments