Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তিসাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তিসাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি ও চার্য কালেকশনের লক্ষে চুক্তিসাক্ষর সম্পাদিত হয়েছে। আজ রবিবার (১ অক্টোবর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে এই চুক্তিসাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে চুক্তিসাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথির উপস্থিতিতে চুক্তিসাক্ষরপত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং সোনালী ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংকের বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার সাক্ষর করেন। এই চুক্তিসাক্ষরের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে তাদেরে ফি ও সকল ধরনের চার্য প্রদান করতে পারবেন।
চুক্তিসাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার নুরুন নবী, সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, প্রক্টর ড.খোরশেদ আলম এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার ড. দীপু রানী ভৌমিকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিসাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের নিকট বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২টি বাস, শিক্ষার্থীদের জন্য সোনালী ব্যাংক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রবর্তন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রবর্তনের দাবী করেন। এর প্রেক্ষিতে প্রধান অতিথি প্রতিটি বিষয়ই আন্তরিকতার সহিত দেখার আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments