Home আন্তর্জাতিক লেবাননে পাল্টা হামলা ইসরায়েলের

লেবাননে পাল্টা হামলা ইসরায়েলের

দখিনের সময় ডেস্ক:
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলে সামরিক পোস্ট লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দক্ষিণ লেবাননের শহর রামিশের কাছে এই হামলা হয়। সেখানকার বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা শহরের চারপাশে আঘাত করছে। স্থানীয় লেবানিজ টেলিভিশন চ্যানেল আল-জাদেদ ধায়েরা গ্রামের কিছু বাড়ি ও কৃষি জমির কাছে একটি জংলাভূমি থেকে ধোঁয়া ওঠার ভিডিও সম্প্রচার করেছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে লেবাননের ভূখণ্ড থেকে আরব আল-আরামশে একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার শনাক্ত করা হয়েছে।’
লেবাননের ধায়েরা গ্রাম থেকে ইসরায়েলি শহর আরব আল-আরামশের কাছে হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পরে পাল্টা হামলা চালায় ইসরায়েল বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫ হাজারের বেশি। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments