Home শিক্ষা ক্যাম্পাস মুক্তিকামী ফিলিস্তিনীদের সঙ্গে ববি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

মুক্তিকামী ফিলিস্তিনীদের সঙ্গে ববি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সালে জোরপূর্বক ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের জন্ম দেয়া হয়েছে। বৈশ্বিক ইয়াহুদীবাদের আগ্রাসন নীতি অনুযায়ী ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর যাবৎ ইসরাইলী সন্ত্রাসবাদের শিকার সাধারণ ফিলিস্তিনিরা। আমরা ১৯৭১ সালে কঠিন আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাই ফিলিস্তিনি জনগণের আশা – আকাঙ্খা, আবেগ এবং অনুভূতির সঙ্গে পরিচিত।যেকারণে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে।
বক্তারা আরো বলেন, বছরের পর বছর ধরে নিজ দেশে পরবাসী জীবন পার করা ফিলিস্তিনিরা জেগে উঠতে শুরু করেছে। তারা মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত। এখন সারা বিশ্বের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো। আমরা এই সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, তারা যুগ যুগ ধরে শোষণ – বঞ্চনার শিকার ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুক। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে তার দ্রুত সমাপ্তি না টানলে বিশ্ব এক মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে।
সমাবেশে বক্তব্য দেন রসায়ন বিভাগের হাসিবুল হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন মঞ্জু, ইংরেজি বিভাগের মোজাহিদুল ইসলাম মিরাজ,লোকপ্রশাসন বিভাগের খালিদ হোসেন,মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের শেখ ওয়ালিদ প্রমুখ। সমাবেশ শেষে ক্যাম্পাসের লাইব্রেরী ভবন, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ ও ভিসি বাংলোর সামনে মিছিল করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

এই গরমে স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে যা করবেন

দখিনের সময় ডেস্ক: আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো...

উবারে যাত্রীরা কোন জিনিস ভুলে বেশি রেখে যান

দখিনের সময় ডেস্ক: উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের ৮ম সংস্করণ প্রকাশ করা হয়েছে। উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো গাড়িতে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের...

Recent Comments