Home বরিশাল ইয়াবার হাট বসানো মেম্বার স্ত্রীসহ গ্রেফতার, তথ্য পাওয়াগেছে ১২টি মামলার

ইয়াবার হাট বসানো মেম্বার স্ত্রীসহ গ্রেফতার, তথ্য পাওয়াগেছে ১২টি মামলার

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ইয়াবার হাট বসানো ইউপি সদস্য (মেম্বার) ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা, নগদ এক লাখ টাকা এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কাউনিয়া থানার মামলার নথি পর্যালোচনা করে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেম্বার রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ অন্যান্য ধারায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়ৈছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে গ্রেফতার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল হাওলাদার উত্তর লামছড়ি এলাকার তোফায়েল হাওলাদারের ছেলে। তার স্ত্রী শিরিন বেগমের বিরুদ্ধে রাসেলের অনুপস্থিতিতে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে। রাসেলের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের দুই থানায় ২০টি মাদক এবং ৪টি মারামারিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই সামসুল ইসলাম, এনামুল হক ও মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত হোসেন, ফারুক হোসেন, কামরুল ইসলাম-২, মিজানুর রহমান ও মো. হুমায়ুন অভিযান পরিচালনা করেন। সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকা থেকে মৃত জালাল ফরাজীর ছেলের সাইফুল ফরাজীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক সাইফুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে লামছড়ি গ্রামে রাসেল মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। আটক করা হয় রাসেল ও তার স্ত্রীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আড়াই হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১ লাখ টাকা এবং ৫টি ধারালো অস্ত্র। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments