Home শীর্ষ খবর হামাসকে সমর্থন দেয়ায় মিয়া খলিফার সাথে সম্পর্ক ছিন্ন করলো প্লেবয় ম্যাগাজিন

হামাসকে সমর্থন দেয়ায় মিয়া খলিফার সাথে সম্পর্ক ছিন্ন করলো প্লেবয় ম্যাগাজিন

দখিনের সময় ডেস্ক:
হামাসকে সমর্থন দেয়ায় মিয়া খলিফার সাথে সম্পর্ক ছিন্ন করলো প্লেবয় ম্যাগাজিন। প্লেবয় মিয়া খলিফা ইসরায়েলে হামাসের হামলার সমর্থন জানিয়ে নানা বক্তব্য প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ম্যাগাজিনটি। তিনি সম্প্রতি ইসরায়েলে হামাস আক্রমণ চালানোর পর তাদের সমর্থন জানিয়ে এক্স নেটওয়ার্কে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্টে বিভিন্ন বক্তব্য প্রকাশ করেন। এতে তিনি হামাসের সদস্যদেরকে “স্বাধীনতাকামী যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছেন।
লেবাননী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক সাবেক এই পর্ন তারকা তার এক পোস্টে লিখেন: আপনি যদি ফিলিস্তিনের অবস্থা দেখার পরও ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ান তাহলে আপনি ভুল দিকে অবস্থান নিয়েছেন, বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এক সময় ইতিহাস সেটা আপনার সামনে তুলে ধরবে। আরেকটি পোস্টে তিনি হামাসের সদস্যদের বলেন, “মোবাইলকে ঘুরিয়ে আড়াআড়ি ভাবে ভিডিও ধারণ করতে।” কারণ এ ধরণের ভিডিও ক্লিপ টেলিভিশনে চালানোটা সহজ।
মিজ খলিফার এই ধরণের বক্তব্য তুলে ধরে প্লেবয় ম্যাগাজিন বলেছে, যদিও তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী  কিন্তু তারা “ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য” সহ্য করবে না। এই প্রকাশনা প্রতিষ্ঠানটি বলেছে, তারা মিয়া খলিফার সাথে সব ধরণের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে তারা “ক্রিটার” নামে ম্যাগাজিনটির প্ল্যাটফর্ম থেকে মিজ খলিফার চ্যানেল সরিয়ে ফেলবে বলেও জানিয়েছে।
প্লেবয় ম্যাগাজিনে পড়ার মতো বিভিন্ন বিষয়ের পাশাপাশি নারী ও পুরুষের যৌন উত্তেজক ছবি প্রকাশ করা হয়। এই ম্যাগাজিনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫৩ সালে। সত্তরের দশকে এর প্রচার সংখ্যা ৫৫ লাখ কপি ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা কমে আসে। উল্লেখ্য, পর্ন তারকা থাকার সময় খুবই জনপ্রিয় ছিলেন মিয়া খলিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

ইরানের প্রেসিডেন্টের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

Recent Comments