Home শীর্ষ খবর পিটার হাসের বিদেশযাত্রা, টক অব দ্য কান্ট্রি

পিটার হাসের বিদেশযাত্রা, টক অব দ্য কান্ট্রি

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের উদ্যোগসহ নানামুখী ভূমিকায় বেশ আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পিটার হাসের ‘হঠাৎ’ বিদেশযাত্রা সেই আলোচনায় ভিন্নমাত্রা যোগ করেছে। তফসিল কিংবা রাজনৈতিক পরিস্থিতি ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বোদ্ধামহল—  সবখানে এখন ‘টক অব দ্য টাউন’ পিটার হাস। বিষয়টি হয়েগেছে টক অব দ্য কান্ট্রি।
চলতি বছরের শুরু থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অব্যাহত বার্তা দিয়ে যাচ্ছে। ওয়াশিংটন যে বার্তাই দিক সেগুলো ছাপিয়ে দেশটির রাষ্ট্রদূত হাসের গতিবিধি যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি কখন, কোথায় যাচ্ছেন; কাদের সঙ্গে বসছেন এবং কী বলছেন— তা নিয়ে মানুষের আগ্রহও বেশ।
নির্বাচন ঘিরে কয়েকমাস ধরে আলোচনায় থাকা পিটার কেন হঠাৎ ছুটিতে কলম্বোয় যেতে হবে, তা নিয়েও বিভিন্ন সমীকরণ মেলাচ্ছেন কেউ কেউ। উল্লখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো গেছেন মার্কিন রাষ্ট্রদূত। সঙ্গে তার সহধর্মিণী রয়েছেন বলে তথ্য মিলেছে।  ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে ঢাকায় ‘অ্যাসাইনমেন্টে’ ফিরবেন পিটার হাস।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের ছুটিতে ঢাকার বাইরে যাওয়াকে সারাদিন যে আলোচনা বা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়ে রীতিমতো বিরক্ত হয়েছেন সাবেক কূটনীতিকরা। নাম প্রকাশ না করার অনুরোধ করে পশ্চিমা গুরত্বপূর্ণ একটি দেশে দূতের দায়িত্ব পালন করা সাবেক এক কূটনীতিক বলেন, দীর্ঘ সময় ধরে আমাদের দেশে এ অনুশীলন চলছে। বিদেশি কিছু দেশের রাষ্ট্রদূতদের আমরা মসিহ’র স্থানে বসাচ্ছি। অথচ অন্য কোনো দেশে এসব হয় না। রাষ্ট্রদূতের এত গুরুত্ব দেওয়ার কারণে তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পায়। এর দায় যেমন রাজনীতিবিদদের ওপর বর্তায় তেমনি গণমাধ্যমেরও যথেষ্ট দায় রয়েছে। এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments