Home শীর্ষ খবর নির্বাচনে বাকশাল থেরাপি

নির্বাচনে বাকশাল থেরাপি

সূর্য পূর্বদিকে উদয় হওয়ার মতো পিলে চমকানো খবর, বরিশাল সদর আসনে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোমর বেঁধে নেমেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর অর্থ এই নয় যে, এটিই বাংলাদেশে একমাত্র ঘটনা, বরং এবার এ ধরনের প্রার্থীর ছড়াছড়ি চারশ ছাড়িয়েছে। যেন স্বতন্ত্র আওয়ামী প্রার্থীর হাটবাজার। ফলে আতঙ্কে অনেক হেভিওয়েটের ঘুম হারাম হয়ে গেছে। এর ওপর আবার আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে বাতাস দেওয়া হচ্ছে।
আর আবদুর রহমানের মতো যারা ইনিয়ে-বিনিয়ে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, তাদের উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। বলা হয়, ‘দলের ডামি ক্যান্ডিডেট দেখেই এ অবস্থা, জামায়াত-বিএনপি নির্বাচনে এলে কী করতেন!’ যেন অন্নতেই ছন্ন! এটিও তেমন বড় খবর নয় যে, সেরনিয়াবাত সাদিক বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রধান কথা হচ্ছে, তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের রাজনৈতিক ও রক্তের উত্তরাধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু নিহত হওয়ার সেই রাতে নিহত হয়েছেন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত। তিনি সাদিকের দাদা। আর সেদিন ঘটনাচক্রে বেঁচে যাওয়া তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহ বৈরী পরিবেশ মোকাবিলা করে বরিশাল বিভাগে আওয়ামী লীগের রাজনীতি ধরে রেখেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন শক্ত ভিত্তির ওপর। এ অঞ্চলে আওয়ামী রাজনীতির পরবর্তী কান্ডারি হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য করেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আর তিনিই কি না নির্বাচনে নেমেছেন আওয়ামী লীগের প্রতীকের নৌকার বিরুদ্ধে! বড়ই বিস্ময়ের কথা। তবে ইকোয়েশন কিন্তু সোজা। এটি হচ্ছে, কঠিন বাস্তবতার নির্বাচনে বাকশালী থেরাপি। তবে আধখ্যাঁচড়া। কাককে ময়ূরপুচ্ছ পরালে যা হয়!
কিঞ্চিৎ পেছনে ফেরা যাক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাতীয় লীগ নিয়ে গঠিত রাজনৈতিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় এ প্ল্যাটফর্ম। রাজনৈতিক এ ফ্রন্ট দ্বিতীয় বিপ্লব নামক তত্ত্বের অধীনে রাষ্ট্র সমাজতন্ত্রের পক্ষে অবস্থান নেয়। দ্বিতীয় বিপ্লবের উদ্দেশ্য অর্জনের জন্য বাকশাল ছিল সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৬ মার্চ ঢাকায় এক জনসভায় বাকশাল নিয়ে বক্তব্যে ঘুণেধরা সমাজ পাল্টানোর কথা বলেছিলেন। বিশ্লেষকদের অনেকে বলছেন, স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পরিস্থিতি তাকে বাকশাল ব্যবস্থার পথে নিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও রাজনীতি নিয়ে গবেষণাকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুরশিদা বেগমের অভিমত, ‘বাকশাল গঠনের পেছনে প্রতিকূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার বিষয় যেমন ছিল, একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখার প্রশ্ন ছিল।’ গবেষক খুরশিদা বেগমের মূল্যায়ন, ‘যুদ্ধ-পরবর্তী অবস্থা যেটা ছিল, একেবারে যুদ্ধবিধ্বস্ত দেশ। আমাদের কলকারখানা সব নষ্ট বা ভেঙে গেছে। রাস্তাঘাট বা অবকাঠামো নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজ চলছে না। কোষাগার শূন্য। এক কোটি মানুষ ফিরে এসেছে ভারত থেকে। এই যে একটা অবস্থা, সেই সুযোগে সাম্রাজ্যবাদী শক্তিগুলোও কিন্তু বসে থাকল না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল না। এরকম একটা পরিস্থিতিতে দেশটাকে সামাল দিতে বঙ্গবন্ধু একপর্যায়ে এই বাকশাল গঠন করেছেন।’ লেখক ও গবেষক বদরুদ্দীন উমর লিখেছেন, ‘শেখ মুজিবের জন্য তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে দলের একটি অংশ বেরিয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সেখানে তাদের সহমতের দল সিপিবিসহ অন্যদের নিয়ে একটা সংগঠন করা দরকার ছিল এবং যেটা সামাল দিতে পারে। শেখ মুজিব তা মনে করেছিলেন। সেজন্যই তিনি বাকশাল করেছিলেন।’
লেখক : জ্যেষ্ঠ সাংবাদিক
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ৭ ডিসেম্বর ২০২৩। শিরোনাম, “নির্বাচনে অভিনব থেরাপি”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments