Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নেতৃত্বে আজম-জেরিন

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নেতৃত্বে আজম-জেরিন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (Barishal University Research Society-BURS) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আজম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের গণিত বিভাগের জেরিন তাসনিম।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে কার্যনির্বাহী কমিটির বরণ, দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে গবেষণা সংসদের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম ৪৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য (রুটিন চার্জ) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার দ্বারাই নতুন জ্ঞানের জন্ম হয়। বর্তমান স্মার্ট বাংলাদেশ তৈরি করা জন্যও নতুন জ্ঞান তথা গবেষণার বিকল্প নেই।  সকলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও আইন অনুষদের ডিন ন সুপ্রভাত হালদার উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ’র উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস, রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হালিমা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. হরুন-অর-রশিদ, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান এবং মডারেটর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সোহেল রানা। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের গবেষণা পরামর্শক মৌসুমি আজাদ।
অনুষ্ঠানে গবেষণা সংসদ এর বিভিন্ন কর্মশালায়র প্রশিক্ষকদের সম্মাননা স্বারক প্রদান করার পাশাপাশি, সদ্য যুক্ত হওয়া ৫টি অনুষদের অ্যাম্বাসেডর, সংসদের বিভিন্ন উইং এর ম্যানেজার ও এক্সিকিউটিভ এবং ২৩ টি ডিপার্টমেন্ট এর রিপ্রেজেনটেটিভদের বরণ, সদ্য বিদায় নেয়া নেতৃবৃন্দকে সার্টিফিকেট ও সম্মান স্বারক এবং “বেস্ট পারফরমার অফ দ্য ইয়ার” নির্বাচিতদের পুরষ্কার দেওয়া হয়। যেখানে ৫ টি ক্যাটাগরিতে জারিন তাসনিম (লিডারশীপ), তুষার ইমরান (অরগানাইজার), মাহফুজুর রহমান নাজিম (কমিউনিকেশন), রাকিব হোসাইন (ম্যানেজমেন্ট) এবং সাদিয়া আফরিন (টিমওয়ার্ক) নির্বাচন হয়।
উল্লেখ, বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের মধ্যে একটি গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য ২০২২ সালে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সংগঠনটি শুরু থেকে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করা, শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে আকর্ষণীয়, সহজবোধ্য ও তাদেরকে গবেষণামুখী করতে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার, আন্তর্জাতিক গবেষণা সফরসহ বিভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী কর্মকান্ড পরিচালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments