Home শীর্ষ খবর স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ

দখিনের সময় ডেস্ক:
যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নিজ জেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছে আওয়ামী যুবলীগ। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে এই নির্দেশ রয়েছে ডা. খালেদ শওকত আলীর প্রতিও। কিন্তু তিনি নিজেই শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে গত ৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গঠিত ওই কমিটির চেয়ারম্যান হিসেবে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কো-চেয়ারম্যান হিসেবে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল ও সদস্যসচিব হিসেবে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য দায়িত্ব পালন করবেন। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে ওই কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করার কথা ডা. খালেদ শওকত আলীর।
এদিকে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার প্রার্থী হিসেবে আসনটি (নড়িয়া-সখিপুর) থেকে বিজয়ী হয়েছিলেন এ কে এম এনামুল হক শামীম। বিজয়ী হয়ে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. খালেদ শওকত আলীর বাবা প্রয়াত কর্নেল (অব.) শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে বারবার নির্বাচিত হয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি ছিলেন ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধিপত্য বিস্তারে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩

দখিনের সময় ডেস্ক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির...

প্রাণ গ্রুপে চাকরি, ২৫ বছর হলেই আবেদন

দখিনের সময় ডেস্ক: প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর অপারেশন বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫...

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

Recent Comments