Home বরিশাল যেভাবে চলছে বরিশাল জেলা পরিষদ

যেভাবে চলছে বরিশাল জেলা পরিষদ

আলম রায়হান:
বরিশাল জেলা পরিষদ বিশেষ মর্যাদার অধিকারী। ঢাকার পরই বরিশালের অবস্থান। কিন্তু ঐতিহ্যবাহী এই সংস্থাটির হাল হকিকত কী? কীভাবেই বা চলছে শত বছরেরও বেশী পুরনো গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি? জানাগেছে কর্মকর্তা ও কর্মচারীরা কালেভদ্রে অফিস করেন। সেবা প্রদানের ক্ষেত্রে চলে নানান টালবাহানা।
বরিশাল জেলা পরিষদের কর্মকান্ড নিয়ে রয়েছে নানান অভিযোগ এবং অসন্তোষ। বিশেষ করে চেয়ারম্যান থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিতির বিষয়ে বড় রকমের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ২০ ডিসেম্বর (বুধবার) বেলা ৩টা ৩ মিনিটে জেলা পরিষদ ভবনের চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীদের আসন ছিলো শূন্য। দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার রুম ছিলো তালাবদ্ধ। কেবল উপস্থিত ছিলেন চেয়ারম্যানের পিএ এবং অন্য দুজন পিয়ন। আর কাউকে খুঁজেও পাওয়া যায়নি।
শুধু তাই নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও বরিশাল জেলা পরিষদে চলে নানান টালবাহানা। এমনকি ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটিয়ে সেবাপ্রার্থীকে নিরুৎসাহিত করা হয়। এমনকি খসরা পত্র গায়েব করার দৃষ্টান্তও আছে এই সংস্থায়। ফলে হয়রানীর শিকার হন সেবা প্রত্যাশিরা।
বরিশালের অভিজ্ঞ মহল মনে করেন, গত মেয়াদে মাইদুল ইসলামের সময়ই বরিশাল জেলা পরিষদের অধগতি চরমে পৌঁছায়। আর বর্তমান চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের আমলে এই সংস্থা একেবারে তলানীতে পৌঁছেছে বলে সাধারণভাবে মনে করা হয়। এও বলা হয়, এই দুজন চেয়ারম্যান হিসেবে মর্যাদার অবস্থানে পৌঁছতে পারেননি। তবে ‘অন্য অবস্থানে’ পৌঁছানোর ক্ষেত্রে কে কাকে অতিক্রম করেছেন তা বলা মুশকিল। তবে এ নিয়ে নানান রটনা আছে। এ সব বিষয় নিয়ে রিপোর্ট করে মাইদুল ইসলামের আমলে অনেক সাংবাদিক মামলার শিকার হয়েছেন। যদিও অবস্থাতা বেগতিক দেখে এক পর্যায়ে নীরবে মামলা থেকে সড়েগেছেন মাইদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments