• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের তিনদিনের গণসংযোগ কর্মসূচির ডাক বিএনপির

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩, ২০:৩৭ অপরাহ্ণ
ফের তিনদিনের গণসংযোগ কর্মসূচির ডাক বিএনপির
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। এর মধ্যেই আবারও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে।
এর আগে, গত বুধবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। একই সঙ্গে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর সারা দেশে গণসংযোগের কর্মসূচি দেন। সরকার পতনের একদফা দাবি আদায়ে গত ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।