Home বরিশাল সাদিক এবং বরিশাল আ. লীগের ভাগ্য নির্ধারণ ২ জানুয়ারি

সাদিক এবং বরিশাল আ. লীগের ভাগ্য নির্ধারণ ২ জানুয়ারি

আলম রায়হান
আগামী ২ জানুয়ারী মঙ্গলবার। বাংলাদেশ এবং বিশ্ব বাস্তবতায় এখন পর্যন্ত সাধারণ একটি দিন। কিন্তু সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বরিশাল  আওয়ামী রাজনীতির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা ফেরত চেয়ে আপীল বিভাগে আবেদনের শুনানি ২ জানুয়ারি। এ তারিখ নির্ধারণ করেছেন চেম্বার আদালত। ২১ ডিসেম্বর আপীল বিভাগের  চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
সাধারণ ভাবে বলা হচ্ছে, আদালতের রায়ে ২ জানুয়ারী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভাগ্য নির্ধারিত হবে। তবে এ কেবল ব্যক্তির নয়, এর সঙ্গে বরিশাল আওয়ামী লীগের ভাগ্যও জড়িত। আর বরিশাল আওয়ামী লীগ মানে কেবল বরিশাল মহানগর অথবা জেলা নয়, বরিশাল বিভাগ। মানে ছয় জেলা। প্রসঙ্গত, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মানে বরিশাল বিভাগে আবুল হাসানাত আবদুল্লাহর প্রতিনিধি। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনা মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। তেমনই বরিশাল আওয়ামী লীগ মানেই  ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ আবদুর রব সেরিনিয়াবাত পুত্র আবুল হাসানাত আবদুল্লাহ। আর হাসানাত পুত্র হিসেবেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লার রাজনীতির সূচনা এবং বিকাশ। এক কথায় বরিশাল বিভাগের আওয়ামী রাজনীতির অভিভাবক আবদুল হাসানাত আবদুল্লাহর জেরস্ক কপি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তাদের উপর যেমর দক্ষিণ বঙ্গের আওয়ামী রাজনীতির ভাগ্য নির্ভারণ করে তেমনই এই ধারার ভাগ্য অনেকটাই নির্ধারণ করে সাদিকের প্রার্থী থাকা না থাকার উপর। যা এখন আদালতের উপর নির্ভরশীল। এবং এর সঙ্গে ৭ জানুয়ারি ভোট গ্রহনের ইমেজও অনেক খানি জড়িত।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ ২৪ ডিসেম্বর প্রকাশিত কলামে বলা হয়েছে, “আপিল ডিভিশনে আবেদন শোনার নির্ধারিত তারিখে যদি সাদিকের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়ে যায়, তাহলে ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন বরিশালে ভোটের উৎসব হবে নাকি শোকের পরিবেশ বিরাজ করবে, তা নিয়ে অনেক বিশ্লেষণ আছে।” এদিকে নিউজ পোটাল ঢাকা পোস্ট-এ গত ২৩ ডিসেম্বর প্রকাশিত খবর ‘স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে- সাদিক আব্দুল্লাহ ভোটে ফিরতে না পারলে তার সমর্থকদের রিপনের হয়ে কাজ করার নির্দেশ দেবেন। শেষ পর্যন্ত রিপনকে নিয়ে ঝুঁকি নেবেন সাদিক। আবার সাদিক ভোটে ফিরতে পারলে একেবারেই জয় অনিশ্চিত হয়ে পড়বে জাহিদ ফারুকের। ফলে নৌকার প্রতিপক্ষ এখানে স্বতন্ত্র প্রার্থী।’  উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ‘নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী’- এ কেবল বরিশাল নয়, সারাদেশেরই বাস্তবতা। ১৯ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রধান খবরের শিরোনাম, ‘দলীয় স্বতন্ত্ররাই নৌকার প্রতিদ্বন্দ্বী’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments