Home জাতীয় নাশকতার তথ্য দিলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার: আইজিপি

নাশকতার তথ্য দিলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার: আইজিপি

দখিনের সময় ডেস্ক:
নির্বাচন ঘিরে নাশকতার তথ্য দিলে তথ্যদাতাকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার যশোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘যে বা যারা নাশকতা করবে কিংবা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকা চিহ্নিত করেছি।’ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন নিয়ে একটি পক্ষ নাশকতা চালানোর চেষ্টা করছে। যদি কেউ আমাদের কাছে এ ধরনের তথ্য দেয় তাহলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া হবে।’
তথ্যর ওপর ভিত্তি করে প্রয়োজনে এ পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানান আইজিপি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘যিনি তথ্য দিবেন তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়।’ এসময় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

দখিনের সময় ডেস্ক: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের...

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি: বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড...

‍এনজিও কেন নেই সংস্কারের ধারায়?

দখিনের সময় ডেস্ক: বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে ‍এনজিও। নতুন করে আবার আলোচনায় ‍এসেছে। এনজিওগুলো কেন সংস্কারের ধারায় সংযুক্ত হয়নি? ‍এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনজিও নিয়ে...

বাজারমূল্যে বিপাকে মানুষ, বাজার বিশ্লেষকদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: চাল, শাক-সবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে আরো বিপাকে ফেলেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার বিশ্লেষকরা...

Recent Comments