Home শীর্ষ খবর দ্বিতীয় দফায় কৃষি ব্যাংক চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নাসিরুজ্জামান

দ্বিতীয় দফায় কৃষি ব্যাংক চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নাসিরুজ্জামান

দখিনের সময় ডেস্ক:
দ্বিতীয় দফায় কৃষি ব্যাংক চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষি সচিব মো: নাসিরুজ্জামান। এর আগে দক্ষতার সাথে তিন বছর কৃষিব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে গত ১৩ ডিসেম্বর অবসরে গিয়েছিলেন মো: নাসিরুজ্জামান। এর আগে তিনি কৃষি সচিব ছিলেন। সেখান থেকে ২০২০ সালের ১৫ আক্টোবর অবসরকালীন ছুটিতে যান মো: নাসিরুজ্জামান।
মেধাবী ছাত্র এবং সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তা মো: নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণারয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ১৯ আগস্ট। দুই বছরের বেশি সময় ধরে কৃষি সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মো: নাসিরুজ্জামান প্রায় ৮ বছর ধরে কৃষি বিষয়ক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিএডিসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে মো: নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। কৃষি সেক্টরে দীর্ঘ সময়ে কাজের অভিজ্ঞতায় মো. নাসিরুজ্জামানকে দেশের কৃষি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কৃষি বিষয়ে গভীর জ্ঞানের কারণে অনেকেই তাঁকে কৃষিবিদ মনে করতেন। আনেকের বিবেচনায় পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে মো: নাসিরুজ্জামানের দক্ষতা মাইলফলক হয়ে থাকবে।
উল্লেখ্য, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান মো: নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মন্ত্রনালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। শেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন কালেও মো: নাসিরুজ্জামান কৃষির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বরিশাল কলেজ থেকে এইচএসসি পাস করার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। পরের বছর তিনি সমাজকল্যান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ছাত্র ছিলেন। পেশাগত জীবনের মতো ছাত্রজীবনেও মো: নাসিরুজ্জামান ক্রমশ উজ্জ্বলতর হয়েছেন। তাকে কেউ মনে করেন কৃষিবিদ, আবার কেউ মনে করেন ব্যাংকার।

 মো: নাসিরুজ্জামান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু

দখিনের সময় ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট...

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার...

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

Recent Comments