Home শীর্ষ খবর সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্ব, স্কুল ভোটকেন্দ্রে আগুন দিল পিয়ন

সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্ব, স্কুল ভোটকেন্দ্রে আগুন দিল পিয়ন

দখিনের সময় ডেস্ক:
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিস কক্ষে শুক্রবার ভোরে এ অগ্নিসংযোগ করা হয়। বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন। নির্বাচনী সহিংসতার আগুন নয়, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দ্বন্দ্বের জেরে ডকুমেন্টস পুড়তে অগ্নিসংযোগ করা হয়েছে বলে পুলিশের দাবি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের অডিট সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবদুল হকের দ্বন্দ্বের জেরে গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য পিয়ন আবু বক্কর সিদ্দিক পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন।
পুলিশ সুপার আরও বলেন, পিয়ন আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে একটি দোকান থেকে এক লিটার পেট্রল কিনে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখেন। পরদিন শুক্রবার ৫ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে বিদ্যালয়ে এসে আলমারি খুলে পেট্রল ছিটিয়ে রুম থেকে বের হয়ে জানালার কাচের ফাঁক করে দিয়াশলাই দিয়ে আগুন লাগিয়ে বাড়িতে চলে যায়। বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ সকালে মর্নিং ওয়াক করতে এবং বিদ্যালয়ের পেন্ডিং কাজ করতে গেলে বিদ্যালয়ে আগুন দেখে পিয়ন আবু বক্করকে মুঠোফোনে কল দেন।
পুলিশ সুপার আরো জানান, পিয়ন আবু বক্করকে আরো জিজ্ঞাবাসাবাদে জানা যাবে কার ইন্ধনে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগিয়েছে। পুলিশ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়টির পিয়ন আবু বক্কর ছিদ্দিককে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে এমন তথ্য দেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে বিরোধের জেরে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য কুমিল্লা বোর্ডকে আদেশ দিয়েছেন। এ ছাড়া বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকরিতে যোগদান করে বকেয়া পরিশোধের আদেশ দেন। কিন্তু সভাপতি হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যোগদান করতে দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

মুখ খুললে আমাকে শেষ করে দেবে, বললেন যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে প্রকাশ হওয়া ‘হেমা কমিশন’ এর...

জয়নুল আবেদিনের চিত্রকর্ম  বিক্রি হলো সোয়া ৮ কোটি টাকায়

দখিনের সময় ডেস্ক: শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম পাঁচ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি ২৫ লাখ টাকার সমান।...

Recent Comments