Home শীর্ষ খবর ভোটের মাঠ থেকে সরে গেলেন জাতীয় পার্টির শতাধিক প্রার্থী, দলের মহাসচিবের মুখে...

ভোটের মাঠ থেকে সরে গেলেন জাতীয় পার্টির শতাধিক প্রার্থী, দলের মহাসচিবের মুখে কুলুপ

দখিনের সময় ডেস্ক:
গতকাল শুক্রবার রাত( ৫ জানুয়ারি) পর্যন্ত ভোটের মাঠ থেকে সরে গেছেন জাতীয় পার্টির শতাধিক প্রার্থী। তাদের মধ্যে কেউ সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে, কেউ নীরবে দলের নির্বাচনি সেলকে জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল জাপার নির্বাচনি সেলের সদস্যরা খবরের কাগজকে এমন তথ্য জানিয়েছেন। শেষ পর্যন্ত নির্বাচনে জাপার প্রার্থীর সংখ্যা ১০০ জনের নিচে নেমে আসবে বলে আশঙ্কা করছেন দলের নীতিনির্ধারকরা।
জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবার মনোনয়নপত্র বিতরণের সময় বলেছিলেন, ‘সাবালক’ জাপা এবার নিজের শক্তিতে ৩০০ আসনে নির্বাচন করবে। কারও সঙ্গে কোনো জোট-মহাজোটের সমীকরণে তারা থাকবেন না। কিন্তু ১৭ ডিসেম্বরের পরে সেই পুরোনো দৃশ্যপট ফিরে আসে। জাপা আবারও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে আসে। সমঝোতায় পাওয়া ২৬টি আসনের বাইরে জাতীয় পার্টির যে প্রার্থীরা রয়ে যান, তখন তারা চরম বিপদে পড়েন। সমঝোতার আসনের বাইরে থাকা কজন নেতা খবরের কাগজকে বলেন, ‘নির্বাচনে আর্থিক সুবিধাসহ নানা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শীর্ষ নেতারা। আমরাও তাদের কথামতো নির্বাচনের মাঠে থাকতে সর্বশক্তি প্রয়োগ করি, কোটি কোটি টাকা বিনিয়োগও করি। কিন্তু শেষ পর্যন্ত সেই ২৫-২৬টি আসনে ভোটের দল হিসেবে থেকে গেলাম আমরা। মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই এ সমঝোতার নাটকটা হয়ে গেলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতাম না, মানসম্মানও হারাতাম না।’
দলের প্রার্থীরা যখন একে একে নির্বাচনের মাঠ ছেড়ে যাচ্ছেন, তখন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মুখে কুলুপ এঁটেছেন। এদিকে জি এম কাদের গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচনি প্রচারণার সময় বলেছেন, ‘৩০-৪০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় ফ্যাক্টর হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

মুখ খুললে আমাকে শেষ করে দেবে, বললেন যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে প্রকাশ হওয়া ‘হেমা কমিশন’ এর...

জয়নুল আবেদিনের চিত্রকর্ম  বিক্রি হলো সোয়া ৮ কোটি টাকায়

দখিনের সময় ডেস্ক: শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম পাঁচ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি ২৫ লাখ টাকার সমান।...

Recent Comments