Home শীর্ষ খবর মাংস খাওয়ার জন্য কুকুর পালন নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া

মাংস খাওয়ার জন্য কুকুর পালন নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া

দখিনের সময় ডেস্ক:
মাংস খাওয়ার জন্য কুকুর পালন দক্ষিণ কোরিয়া নিষিদ্ধ করেছে। নতুন আইন অনুযায়ী, মানুষের খাওয়ার জন্য কুকুর পালন এবং জবাই করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধ করলে তার তিন বছরের জেল বা ৩ কোটি ওয়ান জরিমানা হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়ার জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়নি।
মঙ্গলবার দেশের সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল। এরপর সরকারি ও বিরোধী দলের যৌথ সমর্থনে বিলটি পাস হয়। বিলের পক্ষে ২০৮ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। আর দুজন ভোটদানে বিরত ছিলেন। তবে নতুন আইন এখই কার্যকর হচ্ছে না। তিন বছর পর ২০২৭ সালে এই আইন কার্যকর হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
কোরীয় উপদ্বীপে কুকুরের মাংস খাওয়া শতাব্দী প্রাচীন প্রথা। তবে গত কয়েক বছর ধরে পশু অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন আশঙ্কা থেকে কুকুরের মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। এর আগেও দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংষ খাওয়া নিষিদ্ধ করার চেষ্টা করেছে অনেক সরকার। তবে এ বিষয়ে তারা তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং ফার্স্ট লেডি কিম কেওন হি পশুপ্রেমী হিসেবে পরিচিত।
এই দম্পতির ৬টি পোষা কুকুর ও ৮টি বিড়াল রয়েছে। ফলে ইউন সুক ইওলের আমলে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ নিয়ে আন্দোলন আরও জোরদার হয়। এমনকি ফার্স্ট লেডি কিম কেওন এই প্রথার বিরুদ্ধে বেশ সোচ্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন লাভ

দখিনের সময় ডেস্ক: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আতোয়ার...

ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামালো আইনজীবীরা

দখিনের সময় ডেস্ক: রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি এজলাস থেকে নেমে যেতে বাধ্য...

ইসকন লীগ হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগ

দখিনের সময় ডেস্ক: পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ‘ইসকন লীগ’ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়...

বিজেপির মতোই কংগ্রেসেরও উদ্বেগ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে...

Recent Comments