Home শীর্ষ খবর মরণদশায় জাতীয় নদী রক্ষা কমিশন, চার মাস ধরে চেয়ারম্যানের পদ শূন্য

মরণদশায় জাতীয় নদী রক্ষা কমিশন, চার মাস ধরে চেয়ারম্যানের পদ শূন্য

আলম রায়হান:
মরণ দশায় আছে জাতীয় নদী রক্ষা কমিশন । অনেকের মতে, কমিশনের বর্তমান অবস্থা আসলে দেশের নদ-নদীর প্রতিচ্ছবি। প্রসঙ্গত, জাতীয় নদী রক্ষা কমিশন কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বরং নানাভাবে এই কমিশনের কর্যক্রমকে বাধাগ্রস্থ করা হয়েছে। এমনকি মজিবুর রহমান হাওলাদাররের মতো দক্ষ ও দৃঢ়চেতা আমলার পক্ষেও প্রত্যাশিত মাত্রায় দায়িত্ব পালন সম্ভব হয়নি।
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয় নদী রক্ষা কমিশন একটি বেহুদা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। এরপরও সাবেক সচিব মজিবুর রহমান হাওলাদারকে চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নেয়ার পর সংস্থাটি কিছুটা কার্যকর হতে শুরু করে। পাশাপাশি বিভিন্ন স্বার্থান্বেষী মহল এবং নদী খেকোরা তাঁর বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেযায়। তাঁর কাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে এসব উপেক্ষা করে নদীরক্ষায় কাজ করতে থাকেন মজিবুর রহমান হাওলাদার।  তাঁর মেয়াদে তিনি বেশ কিছু মৌলিক কাজ করেছেন। কিন্তু তিনি দ্বিতীয় দফায় নিয়োগ পাননি।
মজিবুর রহমান হাওলাদারের পরে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান করোনায় মৃত্যুবরণ করেন। এরপর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. মঞ্জুর আহমেদ চৌধুরীকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি। এ হিসাবে চেয়ারম্যান পদে তাঁর থাকার কথা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত । কিন্তু তার  চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করায় এক বছরের বেশি সময় থাকতেই তাঁকে চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয়েছে গত ১৮ অক্টোবর । এর আগে কমিশন থেকে অনেক কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ আছে। শুধু তাই নয়, কমিশনের কাজে সহায়তা প্রদানকারী জেলা পর্যায়ের কর্মকর্তাদেকে নানাভাবে হেনস্থা করা হয়েছে।
উল্লেখ্য, নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দায়িত্ব পাবার পর নানান পদক্ষেপ নিয়ে আলোচনায় ছিলেন মঞ্জুর আহমেদ চৌধুরী। শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি অনেক সাহসী ভূমিকা রাখতে পেরেছেন। তিনি রাজধানীর চারািদকের নদীতে আবার ঝিনুক ফিরে আসার স্বপ্নের কথা বলতেন। নদী-জলাশয় রক্ষার জন্য মঞ্জুর আহমেদ চৌধুরী এক প্রকার জেহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু   শেষপর্যন্ত তিনি নিজের চেয়ার রক্ষা করতে পারেননি। সূত্র বলছে, তার বিরুদ্ধে প্রধানত কাজ করেছেন ইঞ্জিনিয়ার রশিদ। তিনি দেশের শীর্ষ স্থানীয় শিপিং ব্যবসায়ী।  তার বিরুদ্ধে কর্ণফুলি নদী দখলের প্রমানসহ জোরালো অভিযোগ তুলেছিলেন মঞ্জুর আহমেদ চৌধুরী। অবশ্য, চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাবার বছরখানেকের মধ্যেই পরিকল্পনা মতো দায়িত্ব পালন করতে না পারলে মঞ্জুর আহমেদ চৌধুরী পদ ছেড়ে দেবার কথা বলেছেন একাধিকবার। কিন্তু এই ছেড়ে দেবার সুযোগ না দিয়ে তাকে অপমানজনকভাবে অপসারিত করা হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে  ড. মঞ্জুর আহমেদ চৌধুরী অপসারিত হবার পর এই দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া কামরুন্নাহারকে। তিনি এই সংস্থার একটি গুরুত্বর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। কিন্তু এই চুক্তিভিত্তিক নিয়েগোর মেয়াদ শেষ হওয়ায় তিনি এখন আর নদী কমিশনের কেউ নন। এ  অবস্থায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মো: শরীফ উদ্দিনকে।
সূত্র বলছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মো: শরীফ উদ্দিন পানি বিষয়ে বেশ জ্ঞান রাখেন। এ ছাড়া পানি বিষয়ে তাঁর অন্যরকম মমতা আছে বলেও জানাগেছে । তবে তাঁকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হবে নাকি নিয়োগ দেয়া হবে কামরুন্নাহারকে অথবা অন্য কাউকে- তা  এখনো স্পষ্ট নয়।
সূত্র জানিয়েছে, নদী কমিশনের চেয়ারম্যান হিসেব নিয়োগ পাবার জন্য কামরুন্নাহার লবিং করছেন। এ ছাড়া আগ্রহীদের তালিকায় আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এদিকে অতীতের দৃষ্টান্তের আলোকে অপর একটি সূত্র বলছে,  যাকেই নিয়োগ দেয়া হোক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে যেকারো পক্ষেই সফল হবার সম্ভবনা ক্ষীণ। কারণ, নদী-জলাশয় গ্রাস করার মতোই জাতীয় নদী রক্ষা কমিশন খামচে ধরেছে নদী খেকোরা! বলা হয়, এদের হাত আসমান পর্যন্ত লম্বা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments