Home আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মানবে না পাকিস্তান

তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মানবে না পাকিস্তান

দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। তাই বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই আহ্বানের থোরাই কেয়ার করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাইরের দেশের হুকুমের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান।শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। অন্য কোনো দেশ পাকিস্তানকে নির্দেশ দিতে পারে না।
৮ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে জাহরা আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব সার্বভৌম অধিকারে বিশ্বাস করে পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির যে কোনও দাবি পাকিস্তানের নিজস্ব আইন ও পদ্ধতি অনুসারে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। দেরিতে ফলাফল প্রকাশ করায়, নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এর বিরুদ্ধে। বিশেষ করে পিটিআই-সমর্থিত প্রার্থীরা জোরালভাবে এ অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছে।
অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে, আদালত ও উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব অভিযোগের প্রতিকার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসিপি। এদিকে মার্কিন ডেমোক্রেটিক পার্টির গ্রেগোরিও ক্যাসারের নেতৃত্বে প্রায় ৩৫ কংগ্রেস সদস্য প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেনকে চিঠি লিখে, পাকিস্তানের নতুন সরকারকে স্বীকার না করার অনুরোধ জানিয়েছেন। যদিও এই চিঠির বিষয়ে কোনও মন্তব্য করেননি জাহরা। তবে বলেছেন, এই চিঠি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। তাদের সঙ্গে এর কোন যোগ নেই বলেও উল্লেখ করেছেন জাহরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যেভাবে নারীর জীবন বাঁচাল হাত ঘড়ি

দখিনের সময় ডেস্ক: আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। ঘটনাটি ঘটেছে ভারতে দিল্লিতে। এ যাত্রায় প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই নারী ধন্যবাদ জানিয়েছে অ্যাপল সংস্থাটিকে।...

গাড়ির ‘ব্রেক ফেল’ হলে ঘাবড়াবেন না, মাথায় রাখুন ৬ উপায়

দখিনের সময় ডেস্ক: চলন্ত গাড়ি ব্রেক ফেলের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে। এতে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। তবে তাৎক্ষণিক না ঘাবড়ে মাথা ঠান্ডা রেখে কিছু...

যে কারণে ২টি ইনভেস্টমেন্ট অ্যাপ সরিয়ে নিলো গুগল

দখিনের সময় ডেস্ক: অনলাইনে লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও। কেননা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে প্রায় প্রতারণার ফাঁদ পাতা থাকে। সেই ফাঁদে...

যেভাবে বুঝবেন আপনার ডাস্ট অ্যালার্জি আছে

দখিনের সময় ডেস্ক: ডাস্ট অ্যালার্জি বেশ পরিচিত একটি সমস্যা। এর বিভিন্ন উপসর্গ শ্বাসযন্ত্রের সিস্টেম, ত্বক এবং সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে। ডাস্ট অ্যালার্জির লক্ষণ বোঝা এবং...

Recent Comments