Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টারের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টারের উদ্বোধন

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টার। রবিবার (১০ মার্চ ২০২৪) সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টারের উদ্বোধন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুনা আব্দুল্লাহ। এসময় প্রধান অতিথির বক্তব্যে লুনা আব্দুল্লাহ বলেন, প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আর কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলিং সেন্টারের কোন বিকল্প নেই। শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, সমাজের প্রতিটি সেক্টরে প্রয়োজন মানসিক সুস্থতা। বাংলাদেশের প্রতিটি ঘরে আমাদের মায়েদের মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। কারন মা যদি মানসিক ভাবে সুস্থ্য না থাকে, তাহলে এর প্রভাব তার সন্তানের উপর পরবে। যার ফলে একটি সুস্থ্য জাতি গঠনের পথ বিঘ্নিত হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এধারাকে অব্যহত রাখতে হলে আমাদের মানসিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে প্রোগ্রাম স্পীকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রিয়াংকা সেরনিয়াবাত আবুল খায়ের, কাউন্সিলর ইন্টার্ন আন্ডার সুপারভিশন, মাস্টার্স ইন ক্লিনিক্যাল মেন্টাল হেলথ কাউন্সিলিং, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইউএসএ। কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের শিশু বিকাশ কেন্দ্রের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর ফায়েজা আহমেদ। রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতের চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

দখিনের সময় ডেস্ক: দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

ভারতে জনতার রোষানলে মন্ত্রী

দখিনের সময় ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না...

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না কোন আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

দখিনের সময় ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন...

অন্তর্র্বতী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি‍: ভারতীয় হাইকমিশনার

দখিনের সময় ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। তিনি বলেন, আমাদের সম্পর্ক...

Recent Comments