Home অন্যান্য নির্বাচিত খবর বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রমিথিউস: বিএমপি কমিশনার

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রমিথিউস: বিএমপি কমিশনার

দখিনের সময় ডেস্ক:
বঙ্গবন্ধু বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র।  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম।
এ সময় তিনি বলেন,  বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন বাক স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু আমাদের প্রমিথিউস, বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর। তাই বঙ্গবন্ধু, এদেশ এবং দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ধরে রাখতে হলে আমাদেরকে  তরুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু, দেশ ও দেশের ইতিহাস তরুণ প্রজন্মকে  জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা  কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীকসহ  সরকারি বিভিন্ন  দপ্তরের প্রতিনিধি  ও বিভিন্ন স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

দখিনের সময় ডেস্ক: এসি বা এয়ারকন্ডিশন এখন আর বিলাসতা নয় এটি এখন জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক...

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: তাৎক্ষণিক বার্তা প্রেরণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য কোম্পানি সময়ে সময়ে আপডেট এনে থাকে হোয়াটসঅ্যাপ। এতে অন্যান্য ফিচারের...

গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা

দখিনের সময় ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের ভরসার কথা মাথায় রেখে প্রসিদ্ধ টেক কোম্পানি অ্যাপল নানাবিধ পরিষেবা দিয়ে থাকে। আর এতে তাদের জনপ্রিয়তা এবং ব্যবসায়িক লাভ দুইই...

কোষ্ঠকাঠিন্য মোকাবিলার ৪ উপায়

দখিনের সময় ডেস্ক: কোষ্ঠকাঠিন্য সত্যিই হতাশাজনক হতে পারে! আশেপাশে এমন অনেক লোক আছে যারা প্রতিদিন সকালে মলত্যাগ করতে সমস্যায় পড়েন। আসলে টয়লেটে দীর্ঘ সময় কাটানো...

Recent Comments