Home অন্যান্য নির্বাচিত খবর বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রমিথিউস: বিএমপি কমিশনার

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রমিথিউস: বিএমপি কমিশনার

দখিনের সময় ডেস্ক:
বঙ্গবন্ধু বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র।  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম।
এ সময় তিনি বলেন,  বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন বাক স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু আমাদের প্রমিথিউস, বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর। তাই বঙ্গবন্ধু, এদেশ এবং দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ধরে রাখতে হলে আমাদেরকে  তরুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু, দেশ ও দেশের ইতিহাস তরুণ প্রজন্মকে  জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা  কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীকসহ  সরকারি বিভিন্ন  দপ্তরের প্রতিনিধি  ও বিভিন্ন স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments