Home অন্যান্য নির্বাচিত খবর গনহত্যা দিবসে বিআরইউর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সন্মাননা প্রদান

গনহত্যা দিবসে বিআরইউর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সন্মাননা প্রদান

দখিনের সময় ডেস্ক:
২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারকে সন্মাননা প্রদান করেছে। সোমবার (২৫ শে মার্চ) দুপুর সাড়ে সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহিদ জননী সাহান আর বেগম স্মৃতি মিলনায়তনে এ সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১ টায়  চিত্রাংকন প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে তৃতীয় এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীতে ভাগ হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সাবেক সভাপতি সুশান্ত ঘো্ষের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মিথুন সাহা। আলোচনা সভায় বক্তব্য রাখেন ২১ শে পদকপ্রাপ্ত সাংবাদিক সন্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, সহ-সভপাতি গাজী শাহ রিয়াজুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ।

আলোচনা সভা শেষে ২১ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অজয় দাশগুপ্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ কুমুদ বন্ধু রায় চৌধুরী( নাটুবাবু) এর সহধর্মিনী ছায়া রায় চৌধুরীকে সন্মাননা স্মারক দেয়া হয়। এর পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোটি টাকা নেন তৃপ্তি

দখিনের সময় ডেস্ক: তৃপ্তি দিমরি ২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ...

ক্ষমতার রূপান্তর হয়েছে, নতুনের পুরোপুরি জন্ম হয়নি: সলিমুল্লাহ খান

দখিনের সময় ডেস্ক: অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, দেশে দুই মাস আগে যে ঘটনা ঘটেছে, তাতে ক্ষমতার রূপান্তর হয়েছে; কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি। এমন সময়ে...

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী

দখিনের সময় ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ...

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে স্বামীর দুবাই পলায়ন, মরদেহ খেয়েছে শেয়াল-কুকুর

দখিনের সময় ডেস্ক: স্বামীর হাতেই খুনের শিকার হয়েছেন আমেনা। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আনোয়ারা থানার বৈরাগ এলাকার চায়না ইকোনমিক জোন...

Recent Comments