Home মতামত দেশের রাজনীতির হালহকিকত

দেশের রাজনীতির হালহকিকত

একসময়ে জনপ্রিয় জারিগানের আদলে দেশের রাজনীতিতে একধরনের বাহাস চলছে। প্রধান বিরোধী দল বিএনপি বলছে, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, টিকিয়ে রাখছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ভারত পাশে ছিল বলেই অন্য বৃহৎ শক্তি নির্বাচন ভন্ডুল করতে পারেনি। এই ভন্ডুল শব্দটির আবার বিভিন্ন রকমফের আছে। এর মধ্যে প্রধান হচ্ছে দুটি। এক. আমি-তুমি-স্বামী-ডামি মিলিয়ে ৭ জানুয়ারির নির্বাচন করা সম্ভব না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য পরিস্থিতি সামাল দেওয়া অধিকতর কঠিন হতো। অসম্ভবও হতে পারত। এমনকি লালনের গানে খাঁচা ছেড়ে পাখি উড়ে যাওয়ার মতো ক্ষমতার মসনদ আওয়ামী লীগকে ছেড়ে যাওয়ার সমূহ আশঙ্কা ছিল।
এমন অবস্থা হলে কে ক্ষমতায় বসত তা নিশ্চিত নয়। তবে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হতো- এটি নিশ্চিত। কিন্তু এমনটি হয়নি। এটি নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য স্বস্তির। কিন্তু রাজনীতিতে কি স্বস্তি আছে! সামগ্রিক বিবেচনায় দেশের রাজনীতির হালহকিকত কী? দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হয়েছে গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের অসিলায়। তবে এটা প্রচলিত অর্থে কতটা নির্বাচন তা নিয়ে কারও কারও বিস্তর প্রশ্ন আছে। এ নির্বাচন যত না ভোটারনির্ভর, তার চেয়ে অনেক বেশি কৌশল প্রভাবিত। কেউ কেউ আবার কৌশল না বলে কূটকৌশল বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আরও বলা হয়, এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। প্রসঙ্গত, কৌশল ও কূটকৌশল প্রকৃতপক্ষে একই বৃন্তের দুটি ফুল। শুধু দেখার পার্থক্য। যে বিজয়ী হয় তার বিবেচনায় কৌশল আর পরাজিতের বিবেচনায় কূটকৌশল। ফলে কোনো নির্বাচনেই সর্বজনীন গ্রহণযোগ্যতার সিল দেওয়ার উপায় নেই।
একই অবস্থা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও। যে বিজয়ী সে বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবার যে পরাজিত সে বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। ফলে এ বিষয়টিকেও একবিন্দুতে এনে সমান মর্যাদা দেওয়ার উপায় নেই। সঙ্গে আরেকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। তা হচ্ছে—শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও নির্বাচন সব মহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার তকমায় মহিমান্বিত হয় না। একই ধারায় আমাদের দেশে গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে গ্রহণযোগ্য হয়েছে। তা না হলে আওয়ামী লীগ সরকার গঠন করল কীভাবে? এ প্রশ্ন কিন্তু উঠতেই পারে। যে প্রশ্ন আছে বিগত জাতীয় নির্বাচনগুলো নিয়েও। এ থেকে মুক্ত নয় স্থানীয় সরকার নির্বাচনও।
# দৈনিক কালবেলায় প্রকাশিত ৩০ র্মাচ ২০২৪। শিরোনাম: ‘ক্ষমতার খেলায় জনগণ কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments