Home মতামত স্বাস্থ্য খাতের চিত্র ভয়াবহ

স্বাস্থ্য খাতের চিত্র ভয়াবহ

আমাদের স্বাস্থ্য খাতের চিত্র কী? এক কথায় ভয়াবহ! এটি হচ্ছে আমজনতার কথা। তবে আমজনতার কথায় গুরুত্ব দেওয়ার ধারা অনেক আগেই গেছে হিমাগারে। এখন আর পাবলিকের কথার কোনো দাম নেই! পাবলিক এখন সাবেকী আমলের আনসারের মতো। এদিকে যাদের কথার কিছু দাম এখনো কিঞ্চিত অবশিষ্ট আছে তাঁরা নীরব। এরা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তাদের মুখে কুলুপ। অনেকে আবার ‘বুদ্ধি বিক্রেতা’ হিসেবে প্রতিষ্ঠিত। তবে প্রকাশ্যে নয়। ফেরিওয়ালা। এখানে-ওখানে দরজা নক করে বুদ্ধি বিক্রি করেন। ফলে কথা বলার এখন রাজেন্যবর্গের দখলে। তা হোক বর্তমান অথবা সাবেক। কেবল মাত্রায় হেরফের। তবে দু তরফের কথামালায়ই জনতা সমান মানদণ্ডে বিচার করে, বিনোদনের খোরাক পায়। হয় বিরক্ত।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রুগী থাকে মেঝেতে। নামকাওয়াস্তে চিকিৎসা চলে মোবাইলের আলোতে। ছবি: দৈনিক দখিনের সময়

এদিকে রাজনীতির কথাশিল্পীরা সমানে বকে যাচ্ছেন। কিন্তু মাঝেমধ্যে যেন কীরকম হয়! অতিকথনের ইনবিল্ড বিপত্তি ঘটে। যেমন মাননীয় সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মফস্বলের হাসপাতাল দেখে মনে হয় আস্তাবল।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার সুফল পেতে শুরু করেছেন।’ এদিকে সেতুমন্ত্রী বলেছেন, ‘সব মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিতে হবে।’ কিন্তু প্রশ্ন, কবে দেবেন? এ রকম কথা তো অনেক শুনেছি আমরা। সই আওয়াজ! মনে পড়ে সুনীলের সেই কবিতা, “নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এই ঘরের ছাদ/ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়/ তিনপ্রহরের বিল দেখাবে?”
কেবল সুনীলের কবিতা নয়, ধসে পড়া স্বাস্থ্য খাত নিয়ে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর বয়ানে কারো কারো মনে পড়ে এক সময়ের বাংলার ঐতিহ্য যাত্রাগানের বিবেক চরিত্রের কথা। কারো আবার মনে পড়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবদ মহাকাব্যের কথা। আবার পুরো পুথির কথাও মনে পড়েছে কারো। মানতেই হবে, মন্ত্রীদের বচনে নানান ব্যঞ্জনা আছে। তবে কার্যকারিতা কতটুকু? এটি বিবেচনা ও পর্যালোচনার জোর দাবি রাখে। এ নিয়ে একবাক্যে কোনো কিছু বলা কঠিন। এমনকি বিপদও হতে পারে।
# ঢাকাটাইমস-এ প্রতাশিত, ১৫ ‍এপ্রিল ২০২৪ শিরোনাম, ‘বিবেক সেতুমন্ত্রী এবং মর্দ স্বাস্থ্যমন্ত্রী’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments