ল্যাবএইডের পরীক্ষা ভুল প্রমাণিত হওয়ার বিষয়টি ল্যাবএইড কর্তৃপক্ষের নজরে আনা হলে তারা রোগীর সাথে সমঝোতার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন। রোগীর স্বজনরা জানিয়েছেন, ডাক্তারের বুদ্ধিমত্তার জন্য রোগী বেঁচে গেছে। রিপোর্ট দেখে ডাক্তারের সন্দেহ হওয়ায় রিপিট করেছি। ডাক্তার যদি ভুল রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা দিলে রোগীর বড় ক্ষতি হয়ে যেত। তারা ল্যাবএইডের মত প্রতিষ্ঠান থেকে ভুল রিপোর্টের আশা করেন না। তারা জানিয়েছেন ল্যাবএইড বরিশাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে পুন:রায় নির্ভুল রিপোর্ট দেয়ার আশ্বাষ প্রদান করেছেন।