• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে আবেদনের সময় বৃদ্ধি

দখিনের সময়
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ১৯:৫৪ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে আবেদনের সময় বৃদ্ধি
সংবাদটি শেয়ার করুন...
কাজী হাফিজ:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতাভুক্ত প্রফেশনাল এমবিএ ভর্তির কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা ১১ জুলাই ২০২৪ খ্রি. বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর ড. আব্দুল্লাহ আল মাসুদ।

গ্রীষ্মের এবং ঈদুল আজহার ছুটি থাকায় প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি ফর্ম জমা দিতে না পাড়ায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এমবিএ ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://bu.ac.bd/?ref=emba থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ১১ জুলাই ২০২৪-এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
প্রসঙ্গত, এ প্রোগ্রামে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ করার সুযোগ রয়েছে।