Home শীর্ষ খবর দিনদুপুরে এলজিইডি কর্মচারীর মাতলামী, এক নারীকে হেনস্থা

দিনদুপুরে এলজিইডি কর্মচারীর মাতলামী, এক নারীকে হেনস্থা

দখিনের সময় ডেস্ক:
মাতাল অবস্থায় এক নারীকে হেনস্তা ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) কার্যসহকারী মো. রেজাউল হক কিরনের বিরুদ্ধে। নানান অবান্তর ও অশ্লীল প্রশ্ন করার পাশাপাশি এই নারীর কাছে বয়স জানতে চাওয়া হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে‍ এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত রোববার (৩০ জুন) বিকেলে ছোট ভাই সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বরগুনা থেকে বরিশাল যাচ্ছিলেন ভুক্তভোগী নারী তহুরন নেছা তমা। মাঝপথে বৃষ্টি নামলে চৈতামোড় এলাকায় আবুল বাসার মিয়ার চায়ের দোকানে অবস্থান নেন তারা। ‍এ সময় মদ্যপান অবস্থায় দোকানে উপস্থিত হন রেজাউল হক কিরন। দোকানে এসেই ওই নারীকে তিনি নানা ধরনের অবান্তর প্রশ্ন করতে শুরু করেন। ভুক্তভোগী নারী কোনো উত্তর না দিলে তিনি ক্ষেপে দিয়ে গালমন্দ করতে শুরু করেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলার উদ্দেশ্যে তেড়ে আসেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলমগীর বাদশাহ বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাকে ইতোমধ্যে ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ‍এদিকে সংশ্লিষ্ট কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী ঢাকা বলেন, কার্যসহকারী মো. রেজাউল হক কিরন এর আগে বেতাগী উপজেলা(এলজিইডি) কার্যালয়ে কর্মরত ছিলেন। নারী সংশ্লিষ্ট ঘটনার কারণে ২০২০ সালের ২০ জানুয়ারি সেখান থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা (এলজিইডি) কার্যালয়ে বদলি হয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments