Home শীর্ষ খবর অবসরে গেলেন ‘মি. ক্লিন’ এস এম রুহুল আমিন

অবসরে গেলেন ‘মি. ক্লিন’ এস এম রুহুল আমিন

দখিনের সময় ডেস্ক:
পুলিশ বিভাগে মি. ক্লিন হিসেবে পরিচিত অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন আজ বুধবার(৩১ জুলাই) অবসরে গেছেন। পুরো চাকুরী জীবনে তিনি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি মেরুদন্ড শক্ত রেখেই দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গ ‍উল্লেখ করে ৩১ জুলাই তার বিদায় অনুষ্ঠানে ‍এক পুলিশ কর্মকর্তা আক্ষেপের সুরে বলেছেন, মেরুদন্ড ‍এতোটা শক্ত না হলেই তাঁর জন্য ভালো হতো।
অবসরে যাবার সময় এস এম রুহুল আমিন এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ)‍এর ‍ইউরিট প্রধান হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, এস এম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন।

বিদায় অনুষ্ঠানে এস এম রুহুল আমিন

এস এম রুহুল আমিন অবসর উপলক্ষ্যে বুধবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনও না কোনও চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়। তিনি বলেন, এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে এস এম রুহুল আমিন সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ‍এ কে ‍এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডিয়া বান্ধব এস এম রুহুল আমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্র্বতী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন...

সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

দখিনের সময় ডেস্ক: শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দখিনের সময় ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের...

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

দখিনের সময় ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২৫ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা...

Recent Comments