Home শীর্ষ খবর ব্যতিক্রমী থানা ‍এবং কৌশলী ওসি

ব্যতিক্রমী থানা ‍এবং কৌশলী ওসি

আলম রায়হান
হাসিনা সরকারের পতনক্ষণ যত ‍এগিয়েছে পুলিশ ততই মরিয়া হয়ে ছাত্রজনতাকে প্রতিরোধ করার অপচেষ্টা করেছে। ‍এ ধারায় নিহত হয়েছে অন্তত পাঁচ শতাধিক আদম সন্তান। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। সাথে সমানে চলেছে গ্রেফতার ও ‘গ্রেফতার বানিজ্য’।
‍এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ‍ইস্তফা দিয়ে শেখ হাসিনার পলায়নের পরই দৃশ্যপট পাল্টে যায়। আর ‍পরিবর্তিত পরিস্থিতির ভয়ানক শিকার হয় পুলিশ ও পুলিশ স্টেশন। ‍প্রাপ্ত তথ্য অনুসারে সাড়ে চারশ’ থানা ও পুলিশ ফাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আর কত পুলিশ আহত-নিহত হয়েছে তার কোন পরিসংখ্যান নেই খোদ পুলিশ হেড কোয়ার্টার্সের কাছেও। তবে বলা হচ্ছে, ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে ৬ আগস্ট আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় তার বাহিনী ও দেশবাসীর প্রতি নসিয়ত করেছেন। ‍একই সময় থানা সচল রেখেছেন বরিশাল মেট্রোপলিটান পুলিশের ‍এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন।

সেবা প্রার্থীকে আইনগত পরার্শ দিচ্ছেন ওসি লোকমান

শুধু তাই নয়, তিনি আইনগত সহায়তার জন্য আসা ব্যক্তির সঙ্গে খুবই ধীরস্থির ভাবে কথা বলেছেন, দিয়েছেন পরার্শ। ফাকেঁ ফাঁকে অন্যান্য লোকদের সঙ্গেও কথা বলেছেন। ‍এমনকি আসামী ধরার সময় ‍এক ‍এসআইর অনৈতিক কাজের তাৎক্ষনিক সমাধান দিয়ে মোবাইল ফোন সেটও ফেরত দেবার ব্যবস্থা করেছেন ওসি লোকমান।

অভ্যাগতদের সঙ্গে কথা বলেছেন ওসি লোকমান

মোট কথা, চরম সংকটের সময় সাহসের সঙ্গে থানায় থাকা কেবল নয়, পুরো জমিয়ে রেখেছেন ওসি লোকমান হোসেন।
তবে ‍এর অর্থ এই নয় যে, লোকমান হোসেন বরিশালে নবাগত। বরং তিনি বেশ কয়েক বছর ধরে বরিশালের বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আর এযারপোর্ট থানার ওসি হিসেবে ‍দায়িত্ব পাবার আগে তিনি ‍এই থানারই ওসি (তদন্ত) ছিলেন। এমনকি হাসিনা সরকারের বিদায় লগ্নে বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল ‍এলাকায় দায়িত্ব পালনকালে বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহতও হয়েছেন। যে সময় ‍একজন ডিসি রক্তাক্ত হয়ে মাটিতে পড়েগেছেন, আর ‍একজন ডিসি ধৈর্যহরা হয়ে প্রবীন ‍এক পটো সাংবা;িককে বেদম প্রহার করেছেন, ঠিক একই সময়ে লোকমান হোসেন গুরুতর আহত হয়েও ধৈর্য ধরে রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিকে বিশেষভাবে উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর দেয়াল ঘেষা এক আওয়ামী লীগ নেতার বাড়ি বিক্ষুব্দ জনতা পুড়িয়ে দিলেও এয়ারপোর্ট থানা ভবনে একটি ঠিলও ছোড়েনি কেউ। বরং জনতা থানা পাহাড়া দিয়েছে। এব্যাপারে এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি দৈনিক দখিনের সময় প্রতিনিধিকে বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু বানাবার ম্যাজিক জানেন ওসি লোকমান। ফলে পুলিশ যেমন জনতাকে রক্ষা করে তেমনই জনতাও থানা-পুলিশ রক্ষা করেছে। এদিকে স্থানীয় অপর এক ব্যক্তি বলেছেন, ‘পতাকা দিয়ে পতাকা’ মোকাবিলার কৌশল অবলম্বন করেছেন ওসি লোকমান। এ ব্যাপারে যোগায়োগ করা হলে লোকমান হোসেন বলেন,  আমি কেবল কমিশনার স্যারের নির্দেশ মতো কাজ করেছি ‍এবং এলাকাবাসী সহযোগিতা করেছেন। মহান আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন!

বাস টার্মিনাল ‍এলাকায় দায়িত্ব পালনকালে বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহত লোকমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments