Home রাজনীতি অবশেষে বিএনপির বোধোদয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

অবশেষে বিএনপির বোধোদয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

দখিনের সময় ডেস্ক:
বিএনপির বোধোদয় হয়েছে! দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। রোববার (৮ সেপ্টেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ চিঠিতে মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে।
উল্লেখিত চিঠেতে বলা হয়েছে, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমণ ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থি। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

দখিনের সময় ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯টা ৪৫ মিনিট থেকে এই চলাচল বন্ধ রয়েছে...

৫০ পিস ‍ইয়াবাসহ গ্রেপ্তার, নেপথ্যে বনিবনা না হওয়ার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ১৮নং সড়ক থেকে এস এম খবির উদ্দিন (৪২)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

কেউ লাগিয়েছেন ধানের শীষ, কেউ লাগিয়েছেন নৌকা: নূর মোহাম্মদ

দখিনের সময় ডেস্ক: বহিরাঙ্গনের পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে, কোন লাভ হয়নি। অর্থের অপচয় হয়েছে মাত্র। ‘লোগো পরিবর্তন করুন, পোশাক পরিবর্তন করুন’- ঘোড়ার আগে গাড়ি জুড়ে...

মইন উদ্দীন খান বাদলের কবরে অগ্নিসংযোগ

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিছু দুর্বৃত্ত। দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে এসে কবরের ওপরের...

Recent Comments