Home শীর্ষ খবর হাসপাতালেই ডাক্তারকে উত্তম-মধ্যম

হাসপাতালেই ডাক্তারকে উত্তম-মধ্যম

দখিনের সময় ডেস্ক:
চিকিৎসক শুধু রোগীর স্বজনদের জুতা খুলে ইমারজেন্সি রুমে ঢুকতে বলেছিলেন, আর এই কারণেই তাকে মারধর করা হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে চিকিৎসককে মারধরের ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভাবনগরের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতে আরজি কর কাণ্ডের পর হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে হাসপাতালের মধ্যে চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের একটি হাসপাতালের জরুরী কক্ষে ঢোকার আগে রোগীর পরিবারের সদস্যদের জুতা খুলে আসতে বলায় একজন ডাক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাথায় আঘাতপ্রাপ্ত এক নারীর চিকিৎসার জন্য আসার পর গত শনিবার ভাবনগরের সিহোরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটে। হামলায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
জরুরি কক্ষের ভেতরে থাকা সিসিটিভিতে রেকর্ড করা একটি ভিডিওতে কয়েকজন পুরুষকে বিছানায় শুয়ে থাকা এক নারীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরে ডাক্তার জয়দীপসিং গোহিল রুমে প্রবেশ করেন এবং তাদের জুতা খুলে আসতে বলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা সেই কথা না শুনে ডাক্তারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চিকিৎসককে আচমকা মারধর শুরু করেন রোগীর পরিজনরা। অসুস্থ ওই নারী ও নার্স তাদের থামানোর চেষ্টা করেন। এসময় চিকিৎসককেও পাল্টা প্রতিরোধ করতে দেখা যায়। হাতাহাতি ও সংঘর্ষে হাসপাতালের এই জরুরি কক্ষের ওষুধ ও অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম হিরেন দাঙ্গার, ভাবদীপ দাঙ্গার এবং কৌশিক কুভাদিয়া। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments